মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতেই পড়ে বিধায়কের দেহ! মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য…| Punjab AAP MLA shot dead at home family claims he accidentally fired himself on head

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবে গুলিবিদ্ধ হয়ে আপ বিধায়কের মৃত্যু। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে লুধিয়ানা দক্ষিণের বিধায়ক গুরপ্রীত গোগিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছেন, তাঁর পরিবারের দাবি ‘অসাবধনায় নিজের হাত থেকে গুলি চলে’। মাথায় গুলি লেগে তিনি নিহত হন। কীভাবে মৃত্যু? ঘটনার তদন্তে পুলিস।

৫৮ বছর বয়সী বিধায়ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর তাঁকে দ্রুত দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিস জানিয়েছেন, ঘটনাটি ঘটে রাত ১১.৩০ টার দিকে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরেই তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নির্ধারণ করা হবে। পঞ্জাবের আপ সভাপতি শরণপাল সিংহ মক্কড় এবং পুলিস কমিশনার কুলদীপ সিংহ চহাল গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সব দিকে সাফল্য কন্যার, স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন ধনু…
 
বিধায়কের স্ত্রী পুলিসকে জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর স্বামী ঘরে একাই ছিলেন। তিনি রাতের খাবার খাওয়ার পর নিজের লাইসেন্সধারী পিস্তলটি পরিস্কার করতে বসেছিলেন। গুলির শব্দ শুনে তিনি স্বামীর ঘরে গিয়ে দেখেন গুরপ্রীত রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

গুরপ্রীত গোগি ২০২২ সালে আপ-এ যোগ দিয়েছিলেন। লুধিয়ানা (পশ্চিম) বিধানসভা কেন্দ্র থেকে পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভারত ভূষণ আশুকে ৭৫০০ ভোটে পরাজিত করেছিলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Source link