জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার নির্ভয়ার ঘটনার চোখের সামনে এনে দিল এই ঘটনা। নারকীয় এই ঘটনায় ফের একবার কেঁপে উঠল দেশ। ১০ বছরের নাবালিকাকে (Minor Rape Case) লাগাতার ধর্ষণ। ধর্ষণের পর নাবালিকাকে চরম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তার বাবার সহকর্মীর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে গুজরাটের (Gujarat Horror) বারুচে। সূত্রের খবর, বাবার সহকর্মীর হাতে ধর্ষণের শিকার আগেও হয়েছে ওই নাবালিকা।
আরও পড়ুন, WATCH | Rahul Gandhi: রাহুলের ধাক্কায় রক্ত ঝরল বিজেপি সাংসদের! সংসদে নজিরবিহীন ঘটনা…
শুধু ধর্ষণই নয়, তারপরে ওই নাবালিকার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার করে ওই যুবক। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১০ বছরের ওই নাবালিকার বাড়ির কাছেই থাকত অভিযুক্ত। সে নাবালিকার বাবার সঙ্গে একই অফিসে চাকরি করত বলে খবর। ঘটনার দিন মেয়েটিকে খেলতে দেখে বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে বছর ৩৬-এর ওই যুবক।
তারপর বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং শুধু তাই নয় নাবালিকার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়। এমনকী ওই মরণাপন্ন অবস্থায় তাকে জঙ্গলে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ির কাছ থেকে মেয়ের আর্তনাদ শুনে ছুটে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাবা-মা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস POCSO (প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) এর অধীনে ধর্ষণের মামলা নথিভুক্ত করেছে এবং ডিওয়াইএসপি অঙ্কলেশ্বরের নির্দেশেয় তদন্তের জন্য দল গঠন হয়েছে।
অভিযুক্ত বিজয় পাসোয়ান ঝাড়খণ্ডে পালানোর আগেই পুলিস তাকে গ্রেফতার করে। অভিযুক্তকে ৫ দিনের পুলিসি হেফাজতে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে। পুলিস সূত্রে খবর, একমাস আগেও একবার নাবালিকাকে ধর্ষণ করেছিল বিজয়। পুলিস আরও তদন্তের জন্য ১৪ দিনের রিমান্ডের আবেদন করবে।
আরও পড়ুন, Terrorists Killed in Kashmir: কাকভোরে কাঁপল কাশ্মীর! ভূস্বর্গে ফের এনকাউন্টার, খতম ৫ জঙ্গি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)