WATCH | Earthquake Bomb: ভয়ংকর ‘ভূমিকম্প বোমা’! প্রকাশ্যে লোমহর্ষক ভয়াল ভিডিয়ো, আতঙ্কে ইজরায়েল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিয়ার ভয়ংকর ভূমিকম্প বোমা! মারাত্মক বোমা হামলা ইজরায়েলের। সোমবার যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়ার উপকূলবর্তী এলাকায় এই হামলা চালায় ইজরায়েল। বোমার তীব্রতা এতটাই ছিল কেঁপে ওঠে মাটি। তীব্রতার পরিমাণ এতটাই ছিল যে এলাকায় ঘটে যায় ভূমিকম্প। সংবাদ সংস্থার মতে, সোমবার এই হামলা চালানো হয়েছে টার্টাস এলাকায়। বহু বছর পর সিরিয়ার ফের এত বড় প্রথম হামলা। সেই ভিডিয়ো বর্তমানে নেটপাড়ায় ভাইরাল হয়েছে। তীব্রতার পরিমাণ এতটাই ছিল সেটি ভূমিকম্পের স্কেলে ৩.১ ছিল।

বিশেষজ্ঞদের মতে বোমা বিস্ফোরণের তীব্রতা ভূমিকম্পের তুলনায় দ্রুত ছড়িয়ে পরে চারিদিকে। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের মাত্রা ভয়াবহ হওয়ার কারণ, ইজরায়েলের যুদ্ধবিমান ‘সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল ডিপো-সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রিপোর্ট অনুযায়ী, টার্টাস এলাকায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি। নৌসেনা ঘাঁটির পাশাপাশি এই অঞ্চলে যুদ্ধ সামগ্রী জমায়েত করা হত।

আরও পড়ুন: Syria Mass Grave: নির্মম নৃশংস অকথ্য নির্যাতনের ফল! এক কবরেই ১ লাখ মানুষের মৃতদেহ…

২০১৫ সালে সিরিয়া যুদ্ধে রাশিয়ার প্রবেশের পর এই অঞ্চলের অস্ত্রশত্র ডেলিভারির প্রধান পথ হয়ে ওঠে। সেখানে এবার ইজরায়েলে হামলায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link