জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষমতা যেমনই হোক, ভারতের পেছনে একেবারে আদাজল খেয়ে নেমে পড়েছে বাংলাদেশ। দুদেশের মধ্যেকার উত্তেজনা প্রশমনে সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর এদিনই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির কাছে এক অদ্ভূত আবদার করে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
আরও পড়ুন-সংক্রমণের ৭ দিনের মধ্যে হতে পারে মৃত্যুও, ভয়ংকর মারবার্গ ভাইরাস নিয়ে জারি সতর্কতা
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস। সেই বৈঠকে ইউ-ভূক্ত দেশগুলির কূটনীতিকদের কাছে ইউনূস অনুরোধ করেন, দিল্লি থেকে আপনাদের ভিসা সেন্টার সরিয়ে ঢাকা বা অন্য কোনও প্রতিবেশী দেশে নিয়ে যান। ইইউ-র ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ওই বৈঠকে ইউনূস বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা কমিয়ে দেওয়ায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।
প্রায় আড়াই ঘণ্টার ওই বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একদিকে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে, অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের মতো সন্ন্যাসীকে গ্রেফতারে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। সোমবার বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আশা করা হচ্ছে বরফ কিছুটা গলবে। কিন্তু এর মধ্যেই অদ্ভূত মন্তব্য করে বসলেন ইউনূস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)