হাসিনাকে ফেরাবে ভারত! ঢাকায় বৈঠকে যোগ দিতে বিদেশসচিব মিশ্রি…| indian foreign secretary vikram misri reached dhaka to attend meeting with his bangladeshi counterpart

সেলিম রেজা | ঢাকা: বেশ বহুদিন ধরেই ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে একপ্রকার তিক্ততা তৈরি হয়ে রয়েছে। টানাপড়েনের আবহেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। সোমবার সকালে ৮টা নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে মিশ্রির বিমান। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ দফতরের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান। প্রশ্ন এখানেই শেখ হাসিনাকে ফেরাবে ভারত?  

আরও পড়ুন: Bangladesh: অন্তর্বর্তী সরকারের ৩ মাস পার, বদলের বাংলাদেশে ভোট কবে? চলছে জল্পনা..

প্রসঙ্গত, গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার পর এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কৌতুহল জন্ম নিয়েছে দু’দেশেই। আগামী দিনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন চাইছে বাংলাদেশ? বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্রসচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে আজ ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আরও পড়ুন: Bangladesh Unrest: কলকাতা দখলের কথা বলছে কেউ, এবার বাংলা-বিহার-ওড়িশা দাবি করে বসলেন বিএনপি নেতা

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরো অনেক উপাদান থাকবে। ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু মুখ্য নয়। বরং, বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশ আলোচনায় বসছে-এটি এখন বড় বার্তা। রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে এটি একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Source link