UP Hospital Lift Crash: কয়েক ঘণ্টা আগেই সন্তানের জন্ম! সুস্থ মাকে স্ট্রেচারে নিয়ে লিফ্‌টে উঠতেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক ঘণ্টা আগেই জন্ম দিয়েছেন সন্তানের। হাসিখুশি ছিলেন নব্য মা সহ সকলেই। কিন্তু খুশির আমেজ বদলে গেল চোখের নিমেষেই। সুস্থ মাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল সাধারণ ওয়ার্ডে। কিন্তু লিফটে উঠতে গিয়েই ঘটে বিপত্তি। হাসপাতালে লিফট ছিঁড়ে নীচে পড়ে মৃত্যু হল মহিলার। জন্মের কিছু ঘণ্টার মধ্যেই মাকে হারাল সদ্যোজাত।

আরও পড়ুন: Abhishek Singhvi: রাজ্যসভায় অভিষেক মনু সিংভির আসনে ৫০০ টাকার বান্ডিল! তদন্তের নির্দেশ ধনকড়ের…

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের শাস্ত্রীনগর এলাকায়। পুলিস সুত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার ক্যাপিটাল হাসপাতালে গিয়েছিলেন ওই মহিলা। সিজারের মাধ্যমেই রাতে হয় তাঁর সন্তানের জন্ম হয়। মা এবং সন্তান উভয় সুস্থ ছিলেন। প্রসবের পর মাকে সাধারণ ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন নার্সেরা। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

রাতেই হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন মিরাটের মুখ্যস্বাস্থ্য আধিকারিক। ওই হাসপাতালের আরও ১৫ জনকে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে সিল করে দেওয়া হয়েছে হাসপাতাল। কীভাবে ঘটল ঘটনাটি তার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ। এফআইআর করা হয়েছে হাসপাতাল চিকিৎসক, সুপার এবং অন্য কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন: Pushpa 2 Premier: ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুতে খোদ আল্লু অর্জুনের বিরুদ্ধেই…

প্রত্যক্ষদর্শীদের মতে, লিফটে ওই মহিলা সহ বেশকিছু মানুষ উঠেছিলেন, কিছু বুঝে ওঠার আগেই ছিঁড়ে যায় লিফটটি। প্রচণ্ড শব্দের সঙ্গে কেঁপে ওঠে চারিদিক। লিফটেই আটকে পড়েন বহু। বহু চেষ্টা করার পরেও বার করা যাচ্ছিল না অনেককে। শেষমেশ পুলিসের সাহায্যে বার করা হয় সকলকে। দুর্ঘটনার পর মৃতের পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখান। হাসপাতালে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। ভয়ে চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মচারীরা পালিয়ে যান। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতালে প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link