Bangladesh: পুলিসের নজর কেবল ঢাকাতেই! বদলের বাংলাদেশে অপরাধপ্রবণ এলাকা নিয়ে নয়া গবেষণা…

সেলিম রেজা, ঢাকা: প্রতি লক্ষ জনসংখ্যা অপরাধের হার সবচেয়ে বেশি খুলনা মেট্রোপলিটান এলাকায়। আবার অন্যন্য মেট্রোপলিটান তুলনায় পুলিসি  পরিকাঠামো-ও সবচেয়ে কম খুলনাতেই! আর সবচেয়ে নিরাপদ রাজধানী ঢাকা।  বদলের বাংলাদেশে এবার নয়া গবেষণা।

আরও পড়ুন:  Bangladesh: কেন অশান্ত বাংলাদেশ? বিদেশি কূটনীতিকদের ডেকে বোঝানোর মরিয়া চেষ্টা ইউনূস সরকারের

বাংলাদেশের নিচুতলার পুলিসকর্মীদের মতে, সেদেশের পুলিসের কাজকর্মের একটি বড় অংশই ঢাকাকেন্দ্রিক। বস্তুত, বিশেষ কিছু ইউনিটও রাজধানীকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক কারণেই অনেকেই নজর থাকে ঢাকাতেই। বাংলাদেশে শহরাঞ্চলে পুলিসের উপর সাধারণ মানুষ কতটা আস্থাশীল, তা নিয়ে সম্প্রতি গবেষণা চালিয়েছেন   ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের তিন শিক্ষক। শহরে লোকসংখ্যার নিরিখে অপরাধের হারও খতিয়ে দেখেছেন তাঁরা।

এই গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশ পুলিশের তথ্য ব্যবহার করেছেন ওই তিন শিক্ষক। বিশ্লেষণ করেছেন  হিংসাত্বক ও সম্পত্তি সংক্রান্ত-সহ সব ধরণের অপরাধই। এমনকী, পুলিসি নিয়মে যেভাব অপরাধের ধরন নির্ধারণ করা হয়, যেমন  ডাকাতি, খুন-সহ ডাকাতি, খুন, দাঙ্গা, আইন-শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ ,নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, ছিনতাই, অস্ত্র, মাদক, প্রতারণা, জালিয়াতি, দুদক, বিশেষ ক্ষমতা আইন, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, তাও খতিয়ে দেখা হয়েছে গবেষণায়।

গবেষণায় ফলাফলে দেখা গিয়েছে, নৃশংস অপরাধর হারে যখন সবচেয়ে বেশি সিলেটে, তখন জমিজমাসংক্রান্ত অপরাধে শীর্ষে খুলনা। আবার নৃশংস অপরাধের বিচারের এই শহরের স্থান দ্বিতীয়। নৃশংস অপরাধ সবচেয়ে ঢাকায়। আবার সার্বিক অপরাধের দিক থেকে দেশের রাজধানীর অবস্থান সবার নিচে। সবার ওপরে রয়েছে খুলনা শহর। 

ঢাকা কেন এত নিরাপদ? দেখা গিয়েছে, সার্বিক অপরাধের নিরিখে ওপরের দিকে থাকা শহরগুলির তুলনায় ঢাকার শহরের থানাগুলিতে পুলিসের সংখ্যা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, অবৈধ আর্থিক লেনদেনের কারণেই পুলিসের কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে ঢাকা। দ্রুত রোজগারের সুযোগও রয়েছে এই শহরেই। ফলে পুলিসকর্মীরা ঢাকামুখী। সঙ্গে উন্নত চিকিত্‍সা ও শিক্ষা ব্যবস্থাও।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জে: (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী  জি২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, ‘পুলিশ-সহ সব সরকারি কর্মকর্তার ঢাকামুখী হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো ক্ষমতার কাছাকাছি থাকা এবং ক্ষমতাবানদের নেক নজরে থাকার মধ্য দিয়ে দ্রুত অবৈধ অর্থ তৈরির সুযোগ পাওয়া। এছাড়া শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের মান বিবেচনায় নিয়েও পুলিশ-সহ সরকারি কর্মকর্তারা ঢাকামুখী হতে চান। আবার পুলিশের প্রধান সেবা কার্যক্রমগুলোও এখন ঢাকাকেন্দ্রিক। জনগণের সেবা নিশ্চিত করতে হলে এবং অপরাধ নিয়ন্ত্রণে  আনতে হলে ঢাকাকেন্দ্রিক কার্যক্রম থেকে বেরিয়ে আসতে হবে’।

আরও পড়ুুন:  Jai Bangla Slogan: বদলের বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে ‘জয় বাংলা’ স্লোগান!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link