Jai Bangla Slogan: বদলের বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে ‘জয় বাংলা’ স্লোগান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালে বাংলাদেশে ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করে দেয় বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ। এনিয়ে মামলা হয় আদালতে। এবার সেই মামলায় ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন-চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতারির পর এবার বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইস্কন! এল বড় আপডেট

সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এই তথ্য দিয়ে বলেন, আগামী রোববার ৮ ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্টের বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে ওই রায় দেয় হাইকোর্ট।

২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link