জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। খুব কমবয়সেই শক্ত হাতে ধরেছিলেন বিমানের স্টিয়ারিং। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই শেষ হল তাঁর জীবন। এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের ২৫ বছর বয়সী সৃষ্টি তুলি নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। পুলিস জানায়, বুধবার মৃত পাইলটের বয়ফ্রেন্ডকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Uttar Pradesh: ‘মানসিক ভারসাম্যহীন’ তো! পারভার্ট যুবকের লালসায় ফালাফালা একরত্তি…
সোমবার, মুম্বইয়ের ফ্ল্যাত থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিস জানায়, কেবলের তার গলায় জড়িয়ে ঝুলে পরেন তিনি। কিন্তু কোনরকমের সুইসাইড নোট পাওয়া যায়নি। এই ঘটনায় আটক করা হয়েছে সৃষ্টির বয়ফ্রেন্ড আদিত্য পণ্ডিতকে। পাওয়াই থানার এক কর্মকর্তা জানান, তুলির মামা অভিযোগ করেছেন, পণ্ডিত প্রায়ই তুলিকে হয়রানি ও জনসমক্ষে অপমান করতেন। তুলিকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে মাংসাহার বন্ধ করার জন্য পণ্ডিত চাপ দিতেন।
ঘটনার দিন পণ্ডিত দিল্লি যাওয়ার পথে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তুলি তাকে ফোন করে আত্মহননের হুমকি দেন। পণ্ডিত দ্রুত মুম্বাই ফিরে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান। চাবি তৈরির কারিগরের সাহায্যে দরজা খুলে তিনি দেখেন, তুলি ডাটা কেবলে ঝুলছেন। তাকে সেভেনহিলস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)