Uttar Pradesh: ‘মানসিক ভারসাম্যহীন’ তো! পারভার্ট যুবকের লালসায় ফালাফালা একরত্তি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছর বয়সি একরত্তিকে ধর্ষণের জেরে, স্পেশাল পক্সো কোর্ট অভিযুক্ত যুবককে মঙ্গলবার ২০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল। পুলিস সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ১৩ বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। অ্যাডিশনাল ডিসট্রিক্ট জজ তিনি অভিযুক্ত ছোটুকে ৫০ হাজার টাকার জরিমানা করেন। 

আরও পড়ুন: Bangalore: গার্লফ্রেন্ডকে খুনের পর সিগারেটের রিং ছাড়তে ছাড়তে ‘সহ-বাস’! মহানগরের হোটেলে হাড়হিম…

সম্পূর্ণ টাকাটি যেন মেয়েটির বাবা-মা পান। কোর্ট পরিস্কার শুনানিতে জানিয়ে দিয়েছে। যদি জরিমানার টাকা না দেই অভিযুক্ত তাহলে তার আরও অতিরিক্ত পাঁচ বছরের জন্য জেল হবে। 

পুলিস সূত্রে জানা যায়, ৮ মার্চ থেকে খুঁজে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয়দের মতে, ওইদিন বিকেলে সতীশ রাজভর ওরফে ছোটুর সঙ্গে বালিকাকে দেখা গিয়েছে। সেই রাতেই থানায় অভিযোগ জানান নির্যাতিতার পরিবার। গ্রামের একটি পরিতক্ত্য মাঠ থেকে উদ্ধার হয় মানসিক ভারসাম্যহীন বালিকার দেহ। গা-ভর্তি নখের আঁচড়, গায়ে কামড়ের দাগ ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।     

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link