Bangladesh: বদলের বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষণা!

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে আজ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানী ঢাকার বাংলা মটরে সংগঠনটির কার্যালয়ে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পোঁছেছি। আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেখানে আমাদের একতা ও সংহতির বার্তা পোঁছে দেবে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেটি বোঝানোর জন্য আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এর মাধ্যমে আমাদের প্রাতিষ্ঠানিক মেলবন্ধন সুদৃঢ় করার চেষ্টা করব। 
হাসনাত বলেন, আজ আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন একমত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। কোনো ফরম্যাটেই তাদের সুযোগ দেওয়া হবে না। তারা একেকবার একেক ফরম্যাটে ফিরে আসার চেষ্টা করছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশের সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের বিষয়ে পরামর্শ এসেছে। আমরা এ বিষয়টি নিয়ে পরিকল্পনা করবো। সামনের সভাতেও এটি আলোচনা হবে। ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে আমাদের আলোচনা চলবেই। এ সময় তিনি শিক্ষার্থীদের শান্ত থেকে কোনো ষড়যন্ত্রে পা না বাড়ানোর আহবান জানান।
সভায় বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি ছাত্র শিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সেক্রেটারি সৈকত আরিফসহ বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সমন্বয়করা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, Krishna Das Prabhu Arrest: বদলের বাংলাদেশে গ্রেফতার সনাতনী জাগরণ জোটের নেতা, অজানা ঠিকানায় বন্দী চিন্ময় কৃষ্ণ দাস!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link