জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দূষণের দাপতে নাভিশ্বাস উঠছে রাজধানী দিল্লির। সকাল হতেই দিল্লির আকাশ দখল নিচ্ছে ঘন ধোঁয়াশা। সোমবার সকাল আটট নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৪৮৪। এরকম এক পরিস্থিতিতে দূষণ আটকানোর জন্য শহরে ট্রাক ঢোক নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি সব বেসরকারি নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ফের অশান্ত মণিপুর, ভাঙচুর স্কুল-বাড়ি! রাত থেকে যৌথ বাহিনীর টহলদারি…
সকাল হলেই যে ঘন ধোঁয়াশা তৈরি হচ্ছে তাতে দৃশ্যমানতা কমে যাচ্ছে। সরকারি আধিকারিকদের মতে সোমবার সকালে সফদরজং এয়ারপোর্টে দৃশ্যমানতা ছিল ১৫০ মিটার মাত্র।
দূষণ নিয়ন্ত্রণে সরকার যেসব ব্যবস্থা নিয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক শহরে ঢুকতে দেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ নয় দিল্লির বাইরের এমন হালকা গাড়ি শহরে ঢুকতে দেওয়া হবে না। তবে ছাড় দেওয়া হয়েছে সিএনজি ও বিএস ৬ ডিজেল গাড়িকে।
বেসরকারি সব নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বন্ধ রাখতে হবে হাইওয়ে, রাস্তা, ফ্লাইওভার, বিদ্য়ুত লাইন, জলের লাইন বসানোর কাজ।
সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা রেখে বাকীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
সোমবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া বাকী স্কুল পড়ুয়াদের ক্লাস বাতিল করতে স্কুলগুলিকে বলা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)