জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বেঙ্গালুরুর এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে। বেঙ্গালুরুর ওই মহিলার অভিযোগ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর এক শীর্ষ তাঁর বান্ধবীর থেকে ‘৫০ কোটি’ টাকার যৌতুক চেয়েছেন। মহিলা যিনি নেটপাড়ায় ডা: ফিনিক্স নামে পরিচিত তিনি জানান, ‘এই যৌতুকের বিষয়ে জানার পর থেকেই তাঁর বান্ধবী প্রচণ্ড কান্নাকাটি করছেন । এই বিষয়গুলি আমাদের এখনও মনে করায় যে কীভাবে যৌতুক প্রথা আমাদের সমাজে এখনও বিরাজমান।’
আরও পড়ুন: Salman Khan: সলমানকে হুমকি দিয়ে গ্রেফতার বরেলির যুবক, জেরা করতেই বেরিয়ে এল আসল রহস্য
ডা: ফিনিক্স জানান তাঁর বান্ধবীর বিয়ে হওয়ার কথা ছিল। AIIMS-এর প্রবেশিকা পরীক্ষায় ‘অল ইন্ডিয়া’ ১নং স্থান অধিকারী আরেক ডাক্তার যিনি ইউরোলজিতে এমসিএইচ করছেন তার সঙ্গে। ডা: ফিনিক্সের বান্ধবী তিনি নিজেও একজন ডাক্তার। বর্তমানে তিনি অ্যানেস্থেসিয়া বিভাগের এমডি এবং পাশাপাশি তিনি হায়দরাবাদে স্পেসালাইজেশান করছেন অ্যানেস্থেসিয়া বিভাগের লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগে।
আরও পড়ুন: Noida Fire Incident: নয়ডার অভিজাত ব্যাঙ্কোয়েটে দাউ দাউ করে জ্বলছে আগুন! পুড়ে মৃত্যু এক জনের…
ডা: ফিনিক্স একপ্রকার তাঁর রাগ উগড়ে দিয়ে ‘স্পেস এক্স’-এ লেখেন, ‘AIIMS-এ ইউরোলজিতে এমসিএইচ-এর সদস্য তিনি ৫০ কোটি টাকার যৌতুক চেয়েছেন আমার বান্ধবীর থেকে যিনি নিজেও একজন ডাক্তার। কোথায় রয়েছে আপনার লজ্জা?” পাশাপাশি তাঁর ডাক্তারি পড়াশোনা নিয়েও তোলেন প্রশ্ন। তিনি জানান, ‘একজন ডাক্তার হয়ে তিনি কীভাবে যৌতুকের মতন এমন দাবি করতে পারেন ? এইরকম ব্যবহার তাঁর ডাক্তারি ক্যারিয়ারের সততা নিয়েও প্রশ্ন তুলছে।’ ডা: ফিনিক্স আরও জানান, ‘বহুক্ষণ ধরে তাঁর বান্ধবী কান্নাকাটি করেছেন। ৫০ কোটি টাকার যৌতুকের কথা শুনে তাঁর বাবা-মা মানসিকভাবে ক্ষতবিক্ষত। পাশাপাশি তাঁর বাবা-মা এটাও মনে করেন যে তেলেগু বাড়িতে বিয়ে হলে যৌতুক দিতে হবেই।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)