জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আগেই বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য বিমা চালু করবেন প্রধানমন্ত্রী। এই বিমা করা যাবে আয়ূষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার(AB PMJAY) আওতায়।
আরও পড়ুন-দীপাবলির মুখে ডায়রিয়ার প্রকোপ, অসুস্থ বহু, মৃত্যুও! সরকারি পাইপলাইনে আসে না পরিশ্রুত জল…
ওই প্রকল্পের আওতায় ৭০ বছরের বেশি বয়স্ক মানুষকে বছরে দেওয়া হবে ৫ লাখ টাকা বিমা। ওই বিমার আওতায় আনা হবে দেশের ৬ কোটি মানুষকে। উপকৃত হবেন ৪.৫ কোটি পরিবার। এই বিমার ক্ষেত্রে পরিবারের আয় কোনও বাধা হবে না।
ওই বিমায় চিকিত্সার সুযোগ পাওয়া যাবে দেশের ৩০,০০০ হাসপাতালে। এর ফলে টাকার জন্য বয়স্ক মানুষদের চিকিত্সার জন্য কোনও সমস্যা হবে না বলে মনে করছে কেন্দ্র।
ওই বিমার জন্য আবেদন করা যাবে আয়ূষ্মান ভারত অ্যাপ থেকে বা AB PMJAY-এর পোর্টাল থেকে। যাদের আয়ূষ্মান ভারত কার্ড রয়েছে তাদের পুনরায় আবেদন করতে হবে ও কেওয়াইসি দিতে হবে। ৭০ বয়সের বেশি যেকোনও বৃদ্ধ-বৃদ্ধা যাদের আধার কার্ড রয়েছে তারা এই বিমার জন্য আবেদন করতে পারবেন। যেসব পরিবারে আয়ূষ্মান ভারত কার্ড রয়েছে তাদের বাড়ির বৃদ্ধরা ৫ লাখ টাকার বিমা পাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)