জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন পদে কয়েকশো লোক নিচ্ছে কোল ইন্ডিয়া। দীপাবলির আগেই শুরু হচ্ছে আবেদন পত্র নেওয়া। ২৮ অক্টোবর থেকে সংস্থার ওয়েবসাইট coalindia.in-এ গিয়ে আবেদন করা যাবে। তবে ওইসব লোক নেওয়া হবে ট্রেনি পদে।
আরও পড়ুন- দীপাবলির আলো অনেক মুখে, রাজ্যে একলাফে DA বাড়ল ৫০%! ভাবা যায়…
ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় লোক নেওয়া হবে যোগ্যতা অনুযায়ী। খালি রয়েছে মোট ৬৪০টি পদ।
কোন শাখায় কত পদ খালি
মাইনিং ইঞ্জিনিয়ারিং-২৬৩ পদ
সিভিল ইঞ্জিনিয়ারিং-৯১ পদ
ইলেকট্রিক্য়াল ইঞ্জিনিয়ারিং-১০২ পদ
মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারিং-১০৪ পদ
সিস্টেম ইঞ্জিনিয়ারিং-৪১ পদ
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন-৩৯ পদ
যোগ্যতা
আবেদনকারীকে বিটেক বা বিই হতে হবে বা তাঁকে ফাইনাল ইয়ারের পড়ুয়া হতে হবে। পাশাপাশি GATE-এ ভ্য়ালিড স্কোর থাকতে হবে।
প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
প্রার্থীর যোগ্যতা, গেট পরীক্ষায় স্কোর ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
অবেদনের পদ্ধতি
কোল ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১১৮০ টাকা ফি দিতে হবে। তপসিলি জাতি, উপজাতি প্রার্থীদের কোনও ফি লাগবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)