Joy Bangla: হচ্ছেটা কী! বদলের বাংলায় এবার ‘জয় বাংলা’ বললেই কানের গোড়ায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে জনপ্রিয় ছিল ‘জয় বাংলা’ স্লোগান। কিন্তু এবার সেই স্লোগান দেওয়াতেই মার খেত হল এক আইনজীবীকে। তাও আবার আদালত চত্বরেই। বৃহস্পতিবার আদালতে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। বৃহস্পতিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা হয়।  

আরও পড়ুন- Siliguri District Hospital: উধাও সদ্যোজাত, জঞ্জালের সঙ্গেই ফেলে দেওয়া হল সরকারি হাসপাতালে!

এ দিন সকালে আদালতে মামলার শুনানীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীকে হাজির করা হয়। এসময় আদালতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’স্লোগান দেন।  এক পর্যায়ে এটি হাতাহাতিতে গড়ায়। তাদের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের বাক বিতন্ডা শুরু হয়। তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী তাকে ঘুষি ও লাথি মারেন। এই সময় অপর কয়েকজন আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।

আরও পড়ুন- Salman Khan | Somy Ali | Lawrence Bishnoi: পুরনো পাপ! লরেন্স বিষ্ণোইকে ‘ভাই’ পাতাতে চান সলমানের প্রাক্তন প্রেমিকা…

সেই সময় আদালতের নিরাপত্তায় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি। এর আগে গত সোমবার বিচারকাজ চলাকালীন আদালতের বাইরে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বিভিন্ন দলীয় স্লোগান দিলে বিচারক ক্ষোভ প্রকাশ করেন। যদিও আহত আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ও অভিযুক্তরা এখনও কোনও বক্তব্য সংবাদমাধ্যমে জানাননি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link