জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে থাকার মেয়াদ ফুরিয়েছে ২২ জুলাই। অর্থাত্ প্রায় তিনমাস হতে চলল ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে গিয়েছে তসলিমা নাসরিনের। তাই, রেসিডেন্স পারমিট নিয়ে বেশ চিন্তায় তসলিমা নাসরিন। বার বার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করেও আসেনি কাঙ্ক্ষিত জবাব। তাহলে কি ভারতের থাকারও মেয়াদও শেষ হল! প্রায় তিন মাস হতে চলল, এখনও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
আরও পড়ুন, Uttar Pradesh Shocker: মুখে কাপড় গুঁজে বেল্টপেটা! ওয়েবসিরিজ নয়, বাহুবলী PG-মালিকের শিকার ২ ছাত্র…
তাসলিমার সোশ্যাল পোস্টে লেখা, ‘সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তার উপায় নেই। গুগল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা নিয়ে ইমেইল করেছি, তার কোনও উত্তর পাইনি।’ তিনি আরও লেখেন, ‘যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল, যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?’
তসলিমা জানিয়েছেন, ‘আমি ২০ বছর ভারতে রয়েছি। এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গে সঙ্গেই পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।’ তসলিমা নাসরিনের কথায়, তাঁর আমেরিকায় কাজ রয়েছে কিন্তু বার বার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।
বরাবরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছেন তসলিমা। বাংলাদেশের পরিস্থিতিও তাঁকে নাড়িয়েছে বারবার। সোশ্যাল মিডিয়ায় তার ছাপ স্পষ্ট। কোনও কিছুর তোয়াক্কা না করে নিজের মত জানিয়েছেন। তবে ভারতে তার ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় তিনি।
আরও পড়ুন, Salman Khan: ‘বিষ্ণোইদের কাছে ক্ষমা চান’, সলমানকে কড়া উপদেশ বিজেপি সাংসদের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)