বদলে যাবে রাজ্যের নাম? বিধানসভায় এবার প্রস্তাবে সমর্থন বিরোধীদেরও! Kerala Assembly passes resolution to rename state to ‘Keralam’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কেরল নয়, ‘কেরালম’! বামশাসিত রাজ্যের নাম বদলের দাবিতে ফের প্রস্তাব পাস হয়ে গেল বিধানসভায়। শাসকদল তো বটেই,প্রস্তাব সমর্থন করল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটও।

আরও পড়ুন:  UP Crime: অভিশপ্ত যোগীরাজ্য! বিয়ের দিনই তরুণীকে গুলিতে ঝাঁঝরা করল প্রাক্তন…

এদেশে এখন একমাত্র বামশাসিত কেরল। গত বছরের অগাস্টে প্রথম রাজ্যের নাম বদলের দাবিতে প্রস্তাব পাস হয়েছিল বিধানসভায়। কিন্তু সেই প্রস্তাবে পদ্ধতিগত ক্রুটি ছিল। সেকারণেই ফের বিধানসভায় একই প্রস্তাব পেশ করতে হল সরকারকে। কেন্দ্রের কাছে রাজ্যের নাম ‘কেরলম’ রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেন নাম বদলের প্রস্তাব? বিধানসভায় কেরলের মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠন করা হয়েছিল।  কেরলের জন্মদিনও ১ নভেম্বর। কিন্তু যখন স্বাধীনতা আন্দোলন চলছিল, তখন থেকেই মালায়ম ভাষী জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধ কেরল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কিন্তু সংবিধানের প্রথম তফশিলে আমাদের রাজ্য়ের নাম কেরল লেখা হয়’।

মুখ্যমন্ত্রী জানান, ‘এই বিধানসভা সর্বসম্মতিক্রমে সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুয়াযী কেন্দ্রের কাছে রাজ্যের নাম বদল ও অষ্টম তফশিলিভুক্ত সমস্ত ভাষায় রাজ্যের নাম কেরলম করার আর্জি জানাচ্ছে’। 

আরও পড়ুন:  Haryana: নিখোঁজ মেয়ের অভিযোগ জানিয়ে পুলিসে চিঠি বাবার! তদন্তে বেরোল মা-ই পুঁতে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link