Rahul Gandhi | Lok Sabha Election Results 2024: দুশো পার I.N.D.I.A-র! ‘সংবিধান বাঁচানো লড়াই করেছে কংগ্রেস’, বললেন রাহুল… Lok Sabha Election Results 2024 Rahul Gandhi reacts INDIA victory

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে পালাবদল হল না। ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীই! তবে লড়াই হল হাড্ডাহাড্ডি। দেশে প্রায় সর্বত্রই NDA-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ইন্ডিয়া জোট। দুশোর বেশি আসন জিতল তারা। কীভাবে?’সংবিধান বাঁচানো লড়াই করেছে কংগ্রেস’, বললেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:  UP Lok Sabha Election 2024 Results: বিজেপিশাসিত রাজ্যে ২ লক্ষেরও ভোট বেশি নোটায়! নয়া রেকর্ড….

একদা ‘পাপ্পু’ কটাক্ষের শিকার হতেন তিনি, সেই রাহুলের মুকুটেই এবার জোড়়া পালক। নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড় থেকে জিতেছেন তিনি। আবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলিতেও রেকর্ড  ৪ লাখ ৪২ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য  দীনেশ প্রতাপ সিংকেও।

পাশে মা সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘যেভাবে দেশ চালিয়েছেন, সেটা আমাদের পছন্দ নয়। যেভাবে সংবিধানকে আক্রমণ করেছেন, সেটা আমরা সমর্থন করি না। এটাই নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় বার্তা। কংগ্রেস শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করেনি। সংবিধান বাঁচানোর লড়াই করেছে, ইডি-,সিবিআইয়ের বিরুদ্ধেও লড়াই করেছে’।

আরও পড়ুন:  Axis My India’s Pradeep Gupta: মেলেনি এক্সিট পোল, লাইভে অঝোরে কান্না প্রদীপের, শেষে সঞ্চালকদের সান্ত্বনা

রাহুলের কথায়, ‘আমি দেশবাসীকে নিয়ে খুবই গর্বিত। যাঁরা সংবিধানের পর আক্রমণ  প্রতিরোধ করেছেন, তাঁদের নিয়ে খুবই গর্বিত।  শেষে একটাই কথা বলব, সংবিধান বাঁচানোর কাজ দেশের সবচেয়ে গরীর লোকেরা করেছে। অনেকে সংবিধানকে বাঁচাননি, চুপ করে থেকেছিলেন।  কিন্তু ভারতের  সবচেয়ে গরিব, দুর্বল লোকের রুখে দাঁড়িয়ে গিয়েছে। কংগ্রেস আপনাদের পাশে আছে। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পূরণ করব’। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link