২৩ আসনে প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির! তমলুকে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় BJP finally publish list of candidates for Bengal

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও বাকি ৪। বাংলায় এবার দ্বিতীয় দফায় প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। দলবদলের পর টিকিট পেলেন অর্জুন সিং। ব্য়ারাকপুর থেকেই লড়ছেন তিনি। তমলুকে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:  Lok Sabha Election 2024 | Varanasi: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে হেরেছেন টানা ২ বার, আবারও কংগ্রেসের ভরসা অজয় রাই

তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। প্রথম দফায় বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি।  আসানসোলে প্রার্থী ছিলেন ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং। কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয়, তা পরের দিনই বেঁকে বসেন তিনি। এক্স হ্য়ান্ডেলে পোস্ট দিয়ে পবন জানিয়ে দেন, ‘কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না’।

বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থীতালিকা

জলপাইগুড়ি- জয়ন্ত রায়

— 

দার্জিলিং- রাজু সিং বিস্তা

রায়গঞ্জ-কার্তিক পাল

জঙ্গিপুর- ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর- রাজমাতা অমৃতা রায়

ব্য়ারাকপুর- অর্জুন সিং

দমদম-শীলভদ্র দত্ত

বারাসাত-স্বপন মজুমদার

বসিরহাট-রেখা পাত্র(সন্দেশখালির প্রতিবাদী)

মথুরাপুর-অশোক পুরকাইত

কলকাতা দক্ষিণ-দেবশ্রী চৌধুরী

কলকাতা উত্তর- তাপস রায়

উলুবেড়িয়া- অর্জুন উদয় পালচৌধুরী

শ্রীরামপুর– কবীরশংকর বোস

আরামবাগ- অরূপকান্তি দিগার

তমলুক-অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

মেদিনীপুর- অগ্নিমিত্রা পল

বর্ধমান পূর্ব- অসীম কুমার সরকার

বর্ধমান-দুর্গাপুর- দিলীপ ঘোষ

 

গত লোকসভা ভোটেও ব্য়ারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন অর্জুন সিং-ই। সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণা পর, তৃণমূলে ফেরেন অর্জুন। কিন্তু টিকিট না পেয়ে ফের বিজেপিতেই ফেরেন বিদায়ী সাংসদ। লোকসভা ভোট টিকিট পেয়েছেন তৃণমূল ত্যাগী তাপস রায়ও।

 আরও পড়ুন:  Arvind Kejriwal: জেল থেকেই চলছে সরকার! জল দফতর নিয়ে প্রথম সরকারি আদেশ জারি কেজরিওয়ালের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link