জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির খুশিতে মাতোয়ারা গোটা দেশ। সবাই এদিন আতসবাজি ফাটিয়ে উত্সব উদযাপন করে থাকে। সেইরকমই দিল্লিতে ১০ বছরের একটি ছেলে বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। ঠিক সেই আনন্দ হঠাত্ করেই শোকে পালটে গেল। আচমকা কিছু দুষ্কৃতি ওই বাড়ির সামনে এসে দেদার গুলি চালাতে থাকে। সেই গুলি সোজা এসে প্রথমে লাগে ৪০ বছর বয়সী কাকা আকাশের গায়ে। তারপর তারা ছেলে আকাশ এবং ১০ বছরের কৃশের উপর গুলি চালিয়ে খুন করে। ঘটনাটি ঘটেছে, দিল্লির শাহদরার বিহারি কলোনি এলাকার।
दिल्ली के दिवाली के दिन डबल मर्डर।
शाहदरा इलाके में चाचा भतीजे की गोली मारकर हत्या। @DelhiPolice @DCP_SHAHDARA#DelhiPolice #Crime #BREAKING
घटना का CCTV pic.twitter.com/BJxoU3Jwx0
— Sonu Kumar (@Sonu_indiatv) November 1, 2024
জানা গিয়েছে, ঘটনাটি ঘটার আধ ঘণ্টা পর পুলিসের কাছে খবর যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে দু’জন আততায়ী বাইকে চড়ে এসেছিল। তাঁদের মধ্যে এক জন বাইক থেকে নেমে আকাশের পায়ে হাত দিয়ে প্রণামও করে। তার পর সরাসরি তাঁর বুকে গুলি চালিয়ে দেয়। সামনেই ছিল ঋষভ এবং কৃশ। তাদেরকেও তারা গুলিবিদ্ধ করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে আকাশ ও ঋষভকে মৃত ঘোষণা করা হয় এবং কৃষ চিকিৎসাধীন ছিল।
আরও পড়ুন:Delhi Pollution: দীপাবলির পরেরদিন দিল্লির আকাশ ঢাকল ধোঁয়াশায়! বিপদজ্জনক বাতাসের গুণগত মান…
ঘটনার একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আকাশ এবং ঋষভ, দুজনেই হলুদ কুর্তা পরেছিল। অভিযুক্তরা যখন সেখানে এসে পৌঁছায় তখন তারা বাজি ফাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। আকাশের স্ত্রী জানিয়েছেন, তিনি হামলাকারীদের চেনেন। তিনি আরও বলেন যে, বহু বছর ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তার ভাই যোগেশ দাবি করেছেন যে গত মাসে অভিযুক্তরা তাদের বাড়িতে গুলি চালায়। এমনকি তাদের পরিবারের মিথ্যা অভিযোগ ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার জের ধরে বলে সন্দেহ করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)