হয়ে গেল বড় ঘোষণা! বদলে ফেলতে হবে প্যান কার্ড, নতুন কী থাকছে?

রাজীব চক্রবর্তী: বড় ঘোষণা কেন্দ্রের। আসতে চলেছে PAN 2.0, পুরনো প‍্যানকার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণের জন‍্যই সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নয়া প্রকল্প। এবার বদলে ফেলতে হবে আপনার প্যানকার্ড। 

আরও পড়ুন- Krishna Das Prabhu Arrested: ফের উত্তাল বাংলাদেশ! ঢাকার রাস্তায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি, হিন্দু নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে সরব শুভেন্দুও…

কেন্দ্রীয় তথ‍্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প‍্যানকার্ডে থাকবে কিউআর কোড। সব ব্যক্তিগত তথ্য থাকবে সুরক্ষিত। বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে। আধুনিকীকরনের সব খরচ বহন করবে সরকারই। ইজ অফ ডুইং বিজনেসের জন‍্য এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব ।

 

প্যান কার্ডের বদলের বাইরেও বেশ কিছু ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেগুলি যথাক্রমে—

* প্রধানমন্ত্রীর ঘোষণা মতোই এবার বিশ্ববিদ‍্যালয়গুলিতে চালু হতে চলেছে “ওয়ান নেশন ওয়ান সাবসক্রিপশন” প্রকল্প। যেখানে দেশ বিদেশের সব আধুনিক জার্নাল পড়ার সুযোগ একটি কেন্দ্রীয় পুল থেকেই পাবেন পড়ুয়ারা।
* ন‍্যাচরাল ফার্মিংয়ে জোর দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হল ন‍্যাশনাল মিশন অন ন‍্যাচরাল ফার্মিং
* মহারাষ্ট্রতে বিপুল জয়ের পর এবার রেল পথে যাত্রা সহজ করতে অতিরিক্ত লাইন বাড়ানোর দু’টি বড় প্রকল্প কেন্দ্রের তরফে উপহার দেওয়া হল মহারাষ্ট্রবাসীকে। রেল লাইন সম্প্রসারণের মোট ৩টি প্রকল্পের এদিন অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আরও পড়ুন- AR Rahman’s Divorce: রহমানের সম্পত্তির ১০০০ কোটি পাবেন স্ত্রী সায়রা? খোরপোশ নিয়ে মুখ খুললেন আইনজীবী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link