স্পেনে ভয়াবহ বন্যা, মৃত্যু ১৫০-র বেশি মানুষের! কাটেনি বিপদের মেঘ…

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্পেনে ভয়াবহ বন্যা, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জন পাশাপাশি নিখোঁজ হয়েছেন অনেকেই। গত কয়েক দশকে এত ভয়াবহ বন্যার কবলে পরেনি ইউরোপের এই দেশ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুল। মাদ্রিদের আবহাওয়া দপ্তর জানিয়েছে সাড়া বছরে যত না বৃষ্টি হয়েছে তার চাইতে বহুগুণ বৃষ্টি হয়েছে বুধবার। অতিবৃষ্টির ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বন্যা কবলিত এলাকার মানুষকে বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এখনও বিপদের মেঘ কাটেনি কারণ চলতি সপ্তাহে হতে পারে আরও বৃষ্টি। ফলে এখনও বিপদ একপ্রকার কাটেনি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: Saudi Arabia: সৌদিতে খোঁজ মিলল ৪ হাজার পুরনো শহরের! কী রয়েছে সেখানে?    

প্রাণ বাঁচাতেই বহু মানুষ বাড়ির ছাদে উঠে পড়েন, আবার গাছ আঁকড়ে ধরেও থাকতে দেখা যায় অনেককে।  আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত পাঁচ দশকের মধ্যে এটিই হল স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যা। ফলে জলের তলায় বহু সেতু, সড়ক থেকে শুরু করে বাড়িঘর। বুধবার ৮ ঘণ্টার বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনের ভ্যালেন্সির কিছু অংশে। ডুবে গিয়েছে বহু কৃষিজমিও, ভেসে গিয়েছে বহু গাড়ি।

জলের তোড়ে ভেসে যাওয়ার পাশাপাশি, শতাধিক মাটির নিচে চাপা পড়েছেন। সব মিলিয়ে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে ভ্যালেন্সির। এছাড়া ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিলা–লা–মানচায় দুজন এবং মালাগা শহরে একজন ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বন্যার কারণে বাতিল হয়েছে বহু ট্রেন। বিশেষ করে মাদ্রিদ এবং বার্সেলোনা শহরের ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল-কলেজ। জায়গায় জায়গায় খোলা হয়েছে এমারজেন্সি সার্ভিস। এর আগে ১৯৯৬ সালে পিরেনিস পর্বতমালার বাইস্কাস শহরের কাছে বন্যায় মৃত্যু হয়েছিল প্রায় ৮৭ জনের। এবার ছাপিয়ে গেল সেই সংখ্যা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link