জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক বোমা হামলার হুমকি! হুমকির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সোমবার ফের ৬০টি বিমানে বোমা হামলার হুমকি। সূত্রের খবর, ভারতীয় বিমান এবং আন্তর্জাতিক বিমান মিলিয়ে মাত্র ১৫ দিনে ৪১০টি বোমা হামলার হুমকি আসে। ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, আকাসা এবং ইন্ডিগোর বিমানে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই হুমকিগুলির বেশিরভাগই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে করা হচ্ছে।
আরও পড়ুন- Job News| Coal India: কয়েকশো পোস্ট খালি, কোল ইন্ডিয়ায় চাকরির বিশাল সুযোগ; নিয়োগ হচ্ছে এইসব পদে
শুধুমাত্র সোমবার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর প্রায় ২১টি বিমানে এবং প্রায় ২০টি ভিস্তারা বিমানে হুমকি আসে। ইতিমধ্যে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে যথাযথ অধ্যবসায় পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। প্ল্যাটফর্মগুলিকে এখন আইটি নিয়মের অধীনে নির্ধারিত টাইমলাইন মেনে দ্রুত ভুল তথ্যের অ্যাক্সেস নিষ্ক্রিয় করতে হবে।
রবিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন জানান, ‘সরকার ভুয়া বোমা হুমকির জন্য দায়ী ব্যক্তিদের উপর ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই ধরনের বিঘ্নকারী কার্যকলাপে শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গি জোরদার করা হচ্ছে৷’
আরও পড়ুন- Zeeshan Siddique: বিষ্ণোই ভয়ে কাঁটা, গেরুয়া শিবিরে মুখ লুকোলেন সিদ্দিকীপুত্র…
গোটা অক্টোবর জুড়েই একের পর এক বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়েছে। গত ১৪ থেকে ১৬ অক্টোবর, তিন দিনে ভারতীয় বিমানে বোমা হামলার হুমকির সংখ্য়া ছিল ১৯। ইন্ডিগোর তিনটি, স্পাইসজেটের দুটি এবং আকাসা এয়ারের একটি, মোট ৬টি বিমানে হুমকি দেওয়া হয়। যার জন্য় বেশ কিছু বিমানের জরুরি অবতরণ করা হয় সেই সময়।
সূত্রের খবর, তিনটি আন্তর্জাতিক বিমান, এয়ার ইন্ডিয়ার একটি এবং ইন্ডিগোর দুটি, সোমবার বোমা হামলার হুমকি পায়। এরপর ফের ১৭ অক্টোবর আরও দশটি হুমকি আসে৷ দুদিনের সমস্ত হুমকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসেছিল। তবে পরে তা সবই ভুয়ো বলে প্রমান হয়। এর জেরে কোনও ক্ষয়ক্ষতি না হলেও, তবে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকশো যাত্রীর। এর জেরে উড়ান সংস্থাগুলিও বিপাকে পড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)