সামান্য মাটন রান্না করেনি! তাই স্ত্রীকে পিটিয়ে মেরেই ফেলল স্বামী…| man Brutally Beats His Wife to Death After She Refuses To Cook Mutton Curry

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাটন খেতে চেয়েছিল স্বামী, তাই স্ত্রীকে রান্না করার নির্দেশ দেয়। কিন্তু স্ত্রী সেটা রান্না করতে নাকচ করে দেয়। আর শুধু এই সামান্য কারণের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর স্বামী। স্ত্রীকে এতটাই নির্মমভাবে মারে যে সে শেষ নিশ্বাস ত্যাগ করে ফেলে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, নিহত মহিলার নাম মালোথ কলাবতী (৩৫)। তার মা দাবি করেছেন যে, গভীর রাতে যখন কেউ ছিল না, তখন তার স্বামী মারধর করা শুরু করে। অশান্তি চরমে পৌঁছয়, যার ফলে কলাবতী মৃত্যু হয়। স্বামীই তাকে পিটিয়ে খুন করেছে। ঘটনাটি ঘটে তেলেঙ্গনার মাহাবুবাদে।

ঘটনার খবর পেয়ে পুলিস  ঘটনাস্থলে ছুটে যায়। পুলিস প্রমাণ সংগ্রহ এবং অপরাধের বিস্তারিত নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনাটিতে স্থানীয়দের মেনে নিতে পারছে না, সামান্য ঘরের অশান্তি কী করে এইরকম চরম পরিণতি এনে দিল। এই ঘটনাটি পারিবারিক সহিংসতার ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে, সচেতনতা এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

মাটন নিয়ে অশান্তি প্রথম নয়। এর আগে তেলেঙ্গনায় গত বছর আগস্টে নিজামাবাদে একটি বিয়েতে খাবার নিয়ে বিশৃঙ্খলাপূর্ণ ঝগড়া শুরু হয়। বরের পক্ষের অতিথিরা কম মাটনের টুকরো পরিবেশনের অভিযোগ করলে বিরোধ শুরু হয়। তর্ক দ্রুত আরও বেড়ে যায়, যার ফলে কনে এবং বরের পরিবারের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। অতিথিরা একে অপরের দিকে প্লেট, গ্লাস, চেয়ার এমনকি পাথর ছুঁড়তে থাকে। বিয়ের স্থান মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের আকার ধারণ করে। ঘটনার কমপক্ষে ১০ জনকে নিজামবাদ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:Dipsita Dhar in Bollywood: রাজনীতির ময়দান থেকে এবার পর্দায় দৃপ্ত মিছিলে স্লোগানবাজি দীপ্সিতার! বলিউডে পা রাখলেন SFI নেত্রী…

ঘটনার মজার বিষয় হল, কনে বা বরের পরিবার কেউই অভিযোগ দায়ের করেনি; বরং, জনসাধারণের উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে একজন কনস্টেবল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link