জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘শেখ হাসিনা কোথায় পালিয়ে গা ঢাকা দিয়ে আছেন? পার্শ্ববর্তী দেশে। কিন্তু কোথায় আছে? সে কথা ওখানকার প্রধানমন্ত্রীও বলেননা, আর কেউই বলে না। শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের মাসতুতো বোন…’ বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মে দিবসের ভাষণে বিস্ফোরক এই মন্তব্য করেছেন।
‘ওসামা বিন লাদেন কোন গুহায়, কোন পাহাড়ে থাকত কেউ যেমন জানত না, মাঝে মাঝে ভিডিয়ো বার্তা দিত। ঠিক সেইভাবে শেখ হাসিনা এখন লাদেনের মাসতুতো বোন হয়ে ভিডিয়ো বার্তা দেন। ওঁর বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তা শুনে উনি বলেছেন ২২৭ জনেরই হত্যা নিশ্চিত করব। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। গোয়েন্দা সংস্থা ফ্যাক্ট চেকিং করেছে, ফরেনসিক করে দেখেছে এটা সত্য এবং শেখ হাসিনার বক্তব্য কি না।
আরও পড়ুন: Pakistan Weather reached 50 degree: পহেলগাঁওয়ের বদলা নিচ্ছে প্রকৃতিও? ৫০ ডিগ্রির আগুনে জ্বলেপুড়ে খাক পাকিস্তান!
তিনি আরও বলেন ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে। সেই রক্তে রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের মহাবিপ্লব। যে আন্দোলনের শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন।’
‘দেশে ক্রান্তিকাল এখনও শেষ হয়নি, আজও শ্রমিকদের আয় দিনকে দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক ছাঁটাই হচ্ছে। হাজার হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। আজ তাদের পরিবারে কোন খাবার নেই, তাদের সন্তানরা বই-খাতা কিনতে না পেরে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। কে দেখবে এদেরকে? কে দেখবে এদের পরিবারকে?
অত্যাবশ্যকীয় পরিসেবা বিল ২০২৩-একটি আইন করে শ্রমিকদের দাবি দাওয়ার অধিকার শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে। যতটুকু আইন করা হয়েছিল, সেটি করা হয়েছিল মালিকের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে নয়। তাই আজ জুটমিল, চিনিকল, গার্মেন্টস শিল্পসহ প্রতিটি জায়গায় শ্রমিকরা জীবন দিচ্ছে।
আরও পড়ুন: Hafiz Syed Security after Pahalgam Terror Attack: বিষ্ণোই ঠুকে দেবে! হুমকির পরই চারগুণ বাড়ল হাফিজ সঈদের নিরাপত্তা, বাড়ি পাহারায় পাকসেনা…
শেখ হাসিনার আমলে বিনা চিকিৎসায় হাসপাতালের বারান্দায় শ্রমিক নেতাদের জীবন দিতে হয়েছে।
বৃহস্পতিবার ১ মে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তিনি আরও বলেছেন, পোশাক শিল্পে নূন্যতম মজুরীর জন্য আন্দোলনে শেখ হাসিনার পেটোয়া বাহিনী, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার পুলিশ গুলি চালিয়েছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)