জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুরাটের পুলিস এক ‘বিজ্ঞানী’কে গ্রেফতার করল। কী তাঁর অপরাধ? তিনি একটি ইন্টারভিউয়ে দাবি করেছেন, তিনিই চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলের ডিজাইন করেছেন! এই ইন্টারভিউ প্রচারিত হতেই টনক নড়ে বিভিন্ন মহলের। মিতুল ত্রিবেদী নামের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে চন্দ্রযান-ত প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী বলে দাবি করেন।
আরও পড়ুন: Madhya Pradesh: রাখি পূর্ণিমার আবহে বিশ্বের সব চেয়ে বড় রাখি বানিয়ে রেকর্ড…
মিতুল ত্রিবেদী নামের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘ইসরো’র ‘এনশিয়েন্ট সায়েন্স অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট’-এর অ্য়াসিস্ট্যান্ট চেয়ারম্যান বলে দাবি করেন। শুধু তাই নয়, তিনি একটি ফেক অ্য়াপয়েন্ট লেটারও দেখান করেন।
পরে পুলিস তদন্ত করে দেখেছে, মিতুল ত্রিবেদী নামের ওই ব্যক্তির কোনও ভাবেই ইসরোর চন্দ্রযান-৩ প্রকল্পের সঙ্গে কোনও যোগাযোগ নেই। এবং তিনি ইসরোর কর্মীও নন। মিতুল নিজের ব্যাপারে ভুয়ো তথ্য প্রচার করে অন্যকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন।
আরও পড়ুন: GharJamai: বিবাহিত পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা, বলে দিল আদালত…
মিতুলের প্রতি অভিযোগ, এই ভাবে ইসরো ও চন্দ্রযান-৩ প্রকল্পকে জড়িয়ে নিজের সম্বন্ধে মিথ্যা প্রচার করে প্রকারান্তরে তিনি ইসোরর মতো প্রতিষ্ঠানের মুখ কালিমালিপ্ত করেছেন। তাই ইন্ডিয়ান পেনাল কোড মোতাবেক প্রতারণার দায়ে অভিযুক্ত তিনি।