জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেল স্টেশনে ভয়ংকর বিস্ফোরণ। দুর্ঘটনায় নিহত ৩০ এবং ৪৬ জনের বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে, পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনের কাছে। টিকিট কাউন্টারের কাছে বিস্ফোরণটি ঘটে।
জানা গিয়েছে, সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল জাফর এক্সপ্রেসের। কিন্তু তখনও পর্যন্ত ট্রেনটি প্ল্যাটফর্মেই এসে পৌঁছায়নি। ইতোমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে। কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত চিকিত্সক ও কর্মীদের ডাকা হয়েছে।
বিস্ফোরণের প্রভাব রেলওয়ে চলাচলের উপরও পড়েছে। পেশোয়ারের উদ্দেশে ট্রেনটি ছাড়তে বিলম্ব করা হয়েছে এবং স্টেশনের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় সরকার এবং নিরাপত্তা সংস্থা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন:Bangladesh: বদলের বাংলাদেশে এবার ঢাকায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম নিক্ষেপের অভিযোগ!
অন্যদিকে, বালুচিস্তান প্রদেশের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াইকারী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) কোয়েটা হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে যে, এটি একটি ফিদায়িন হামলা। ইনফ্যান্ট্রি স্কুলে একটি কোর্স শেষ করে জাফর এক্সপ্রেসের মাধ্যমে ফিরে আসা পাকিস্তানি সেনা ইউনিটকে লক্ষ্য করে হামলা করা হয়। বিএলএ-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দায় স্বীকার করে একটি বিবৃতি শেয়ার করেছে।
বালুচিস্তান, পাকিস্তানের একটি সম্পদ-সমৃদ্ধ প্রদেশ। আসলে বালুচিস্তান কোনওদিন পাকিস্তানের অংশ ছিল না। হয়তো স্বাভাবিক ভাবেই একদিন স্বাধীনও হত বালুচিস্তান, তৈরি হত বালুচদের নিজের দেশ, স্বভূমি। কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। তারা পাকিস্তানে জুড়ে গিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে এই জুড়ে যাওয়াটাই বালুচেরা কোনওদিনই মন থেকে মেনে নিতে পারেননি। প্রায় ৮০ বছরের মাথাতেও তাই পাকিস্তান থেকে মুক্ত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)