জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর এবার তাকে দেশে ফেরাতে কড়া ব্যবস্যা নিচ্ছে বাংলাদেশ সরকার। তবে তার আগেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কি মুছে ফেলতে চাইছে বাংলাদেশ সরকার? সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে সরিয়ে ফেলা হল মুজিবুর রহমানের ছবি।
আরও পড়ুন-বিপাকে মুজিব কন্যা! হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করছে ইউনূস সরকার
সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথগ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মধ্যে রোড কর্নার নোটিস জারি করতে চলেছে বাংলাদেশ সরকার। গতকাল একথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার সকালে পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল বলেন, খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যারা ফেরার তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব।
ইন্টারপোলের নোটিস জারি করার অর্থ ইন্টারপোলের যেসব দেশ সদস্য তারা অভিযুক্ত ব্যক্তিকে ধরতে তল্লাশি চালাবে এবং ধরে এনে তার দেশের হাতে তুলে দেয়। রেড কর্নার নোটিসের অর্থ কাউকে গ্রেফতার করার অনুরোধ। শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৮টি খুনের মামলা রয়েছে। ইতিমধ্যেই হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)