রূদ্ধশ্বাস অপেক্ষার ২৮৬ দিন, নিরাপদেই পৃথিবীতে সুনীতা উইলিয়ামস| Sunita Williams safely returns to Earth after 286 days

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে কেটে গেল ২৮৬ দিন।  আকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই কেটে গেল ৯ মাসেরও বেশি সময়।  অবশেষে বুধবার ভোরে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরদের নিয়ে আটলান্টিকে সফ্যটল্যাল্ড করল স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট। সমুদ্রে নামার পর মহাকাশকারীদের ক্যাপসুল থেকে বের করে আনেন উদ্ধারকারীদল। আপাতত শরীরের তেমন জোর নেই সুনীতাদের। তাই তাদের অত্যন্ত যত্ন করে বের করে আনা হয়। এরপর পাঠিয়ে দেওয়া হয় রিহ্যাবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

টানা ২৮৬ দিনে সুনীতারা পৃথিবীকে প্রদক্ষিন করেছেন ৪৫৭৭ বার। পাড়ি দিয়েছেন ১৯৫২ লাখ কিলোমিটার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে টানা ১৭ ঘণ্টার যাত্রাপথে প্রতি মুহূর্তে নজর রাখছিলেন নাসা ও ইলন মাস্কের স্পেস এক্সের বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই বায়ুমণ্ডলের ঘর্ষণে প্রবল উত্তপ্ত হয়ে যায় মহাকাশযানটি। কিছুক্ষণের জন্য যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে যায় পৃথিবীর সঙ্গে। পরে তার ফের স্থাপিত হয়। ফ্লোরিটার অদূরে আটল্যান্টিকে নামার আগে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার কিলোমিটার উপরে মহাকাশ যানের প্যারাস্যুট খুলে যায় এবং খুব ধীরে ধীরে যানটিকে সুমদ্রবক্ষে নামিয়ে আনে।

আরও পড়ুন-গর্ভবতী হাতিকে মেরে মাংস কেটে নিয়ে গেল চোরাশিকারীরা! নৃশংসতার নজির অসমে…

সবিস্তারে আসছে…..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link