জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রের রাজস্ব সচিব থেকে এবার রিজার্ভ ব্যাংকের গভর্নর। সঞ্জয় মালহোত্রার নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩ বছর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে থাকবেন ১৯৯০ ব্যাচের এই আইএস অফিসার।
আরও পড়ুন: Deadly Road Accident: বীভৎস! পরীক্ষা দেওয়া আর হল না, কলেজে পৌঁছনোর আগেই হাইওয়েতে পিষে গেলেন ৫ পড়ুয়া! মোট মৃত্যু…
Appointments Committee of the Cabinet has appointed Revenue Secretary Sanjay Malhotra as the next Governor of the Reserve Bank of India for a three-year term from 11.12.2024 pic.twitter.com/4UfunEGEuH
— ANI (@ANI) December 9, 2024
রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সঞ্জয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সের স্নাতক হন তিনি। স্নাতকোত্তরের পাবলিক পলিসি নিয়ে পড়াশোনা করেন আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্য়ালয়ে। ৩৩ বছরের কর্মজীবনে অর্থ, বিদ্যুত্, রাজস্ব, তথ্য-প্রযুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামেলেছেন তিনি।
এখন কেন্দ্রের রাজস্ব সচিব পদে কর্মরত সঞ্জয়। তার আগে ফিনান্স সার্ভিস দফতরের সচিব ছিলেন। রাজস্ব দফতরের ওয়েবসাইটে উল্লেখ, অর্থ ও রাজস্ব বিভাগের কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বস্তুত, প্রত্য়ক্ষ ও পরোক্ষ কর সংক্রান্ত নীতি নির্ধারণে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছিলেন সদ্য নিযুক্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর।
আরও পড়ুন: Bizarre Discovery: মঠের মাটির নীচে ৭৩ দেহ, সঙ্গে ৬০০ কুমির! এ কী বীভৎস তন্ত্র…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)