জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে হাজার-হাজার মানুষ মিছিল করলেন। রবিবার কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। এই সময়ে তাঁরা দেশে অধুনা-বিলুপ্ত রাজতন্ত্রকে ফের চালুর দাবিতে স্লোগান দেন। শুধু তাই নয়, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে হিন্দুধর্মকে ঘোষণার দাবিও জানান! নেপালে এখন অবিশ্বাস্য পরিস্থিতি!
আরও পড়ুন: Deadliest Tropical Cyclone: ভয়াবহ! বঙ্গোপসাগরের বুকে জন্ম-নেওয়া ঝড়ে তছনছ বাংলাদেশ, পশ্চিমবঙ্গও! লক্ষ লক্ষ মৃত্যু…
রবিবার নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে! প্রাক্তন এই রাজার সমর্থকেরা বিমানবন্দরের প্রধান প্রবেশপথ আটকে দিয়ে তাঁকে স্বাগত জানান। নেপালের পশ্চিমাঞ্চলে সফর শেষে রাজধানীতে ফেরেন জ্ঞানেন্দ্র শাহ।
এই সময়ে বিমানবন্দরে উপস্থিত জনতা ‘রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন’, ‘রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান’, ‘আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোন’, ‘আমরা রাজতন্ত্র চাই’ ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দেন। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকেরা বিমানবন্দরের প্রবেশপথ আটকে দাঁড়িয়ে থাকায় অন্য যাত্রীরা পায়ে হেঁটে বিমানবন্দরে ঢোকেন এবং বেরোন।
প্রসঙ্গত, এর আগে, ২০০৬ সালে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ-বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র শাহকে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছিল। এর দু’বছর পরে রাজতন্ত্র বিলুপ্তির জন্য নেপালের সংসদে ভোটাভুটি হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের লক্ষ্যে কাঠমাণ্ডুর রাজপ্রাসাদ ছেড়ে চলে যান।
কিন্তু সম্প্রতি নেপালের বহু মানুষই প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থায় হতাশ হয়ে পড়েছেন। তাঁরা বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে প্রজাতন্ত্র। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা পর থেকে অন্তত ১৩টি সরকার ক্ষমতায় আসে।
আরও পড়ুন: Holi 2025: কবে হোলি, ১৪, না, ১৫ মার্চ? পূর্ণিমা কবে এবং কখন পড়ছে? বসন্তোৎসবের বিশেষ তাৎপর্য জাননে তো?
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছেন, নেপালের আরও অবনতির দিকে যাওয়া ঠেকাতেই তাঁরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাইছেন। আর স্বয়ং প্রাক্তন রাজা কী বলছেন? না, রাজতন্ত্র ফের চালু করার বিষয়ে জনগণের আহ্বান নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)