রসায়নে নোবেল এনে দিল ড্রয়িং রুম থেকে হাসপাতালের অপারেশন থিয়েটার!।Nobel Prize in Chemistry for discovery and synthesis of quantum dots awarded to Moungi Bawendi Louis Brus Alexei Ekimov

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ড্রয়িং রুম থেকে হাসপাতালের অপারেশন থিয়েটার– দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এবারের রসায়নে নোবেলপ্রাপ্তির ক্ষেত্র। নিজেদের গবেষণা ও কৃতিত্বের মাধ্যমে এই বিরাট ক্ষেত্রকে জুড়ে দিয়ে যে তিন বিজ্ঞানী এবার রসায়নে পুরস্কার পেলেন, তাঁরা হলেন– মৌঙ্গি জি. ব্যয়েন্ডি, লুই ই. ব্রাস, অ্যালেক্সি আই. একিমভ।

আরও পড়ুন: Nobel Prize in Physics: পুরস্কৃত ৩ বিজ্ঞানী! এবারের পদার্থবিদ্যায় নোবেলে কি তাহলে ‘আলো আমার আলো’?

এবারে রসায়নে নোবেল এনে দিল আসলে ‘কোয়ান্টাম ডটস’। এই ‘কোয়ান্টাম ডটস’ দেখা যায় টেলিভিশন স্ক্রিনে, এলইডি ল্যাম্পে, অপারেশন থিয়েটারে। কোয়ান্টাম ডটস এই মুহূর্তে ডিসপ্লে টেকনোলজির অবিচ্ছেদ্য অংশ। 

টেলিভিশন স্ক্রিনে এখন যে উচ্চমানের ছবি দেখা যায়, তা এই কোয়ান্টাম ডটেরই ম্যাজিক। এলইডি ল্যাম্পে কোয়ান্টাম ডটসগুলির আলো বিচ্ছুরণের অনন্য ক্ষমতা। এর ফলে, কোষ বা কলাগুলি আলোকিত করার এক নতুন দিগন্ত খুলে গিয়েছে। সার্জনরা এখন অপারেশনের সময়ে কোয়ান্টাম ডটস ব্যবহার করে টিউমার আক্রান্ত টিস্যুগুলিকে আলোকিত করে নেন। ফলে ক্যানসারের অপারেশনের ক্ষেত্রে সার্জনেরা অনেকটা নিখুঁতভাবে কাজ করতে পারেন।

আরও পড়ুন: Nobel Prize 2023: করোনাভাইরাসের টিকা তৈরির নেপথ্য কারিগরদের হাতেই উঠল নোবেল…

রয়্যাল সুইডিশ আকাদেমির জুরিরাও পুরস্কারের প্রসঙ্গে ঠিক এই বিষয়গুলির উল্লেখই করেছেন তাঁদের মন্তব্যে। তাঁরা বলেছেন, ন্যানোটেকনোলজির এই ক্ষুদ্রতম উপাদান, এই কোয়ান্টাম ডটসগুলি এখন টেলিভিশন থেকে শুরু করে এলইডি ল্যাম্পেও আলো ছড়িয়ে দেয়, টিউমার টিস্যু অপসারণের সময় সার্জনদের গাইডও করে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link