জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা চলছিলই। লোকসভায় ভোটাভুটির পর, আলোচনার জন্য ‘এক দেশ, এক ভোট’ বিলটিকে এবার পাঠিয়ে দেওয়া হল যৌথ সংসদীয় কমিটিতে। জেপিসিতে তৃণমূলের প্রতিনিধি লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, রাজ্যসভার সাকেত গোখলে।
আরও পড়ুন: Uttar Pradesh: শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং! ধৃত নয়ডার স্কুলমালিক…
ঘটনাটি ঠিক কী? এখন দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট হয় বিভিন্ন সময়ে। আবার কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হলে, লোকসভা ভোট! এই ব্যবস্থাটিকে এবার বদলে ফেলতে চাইছে মোদী সরকার। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এরপর গতকাল মঙ্গলবার লোকসভায় এই সংক্রান্ত বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। যে বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা। ভোটাভুটি হয়।
এদিকে ভোটাভুটি কেন্দ্রের পক্ষে বেশি ভোট পড়লেও বিলটি পাস করানো যায়নি। কারণ, সংবিধান সংশোধনী বিল পাস করতে গেলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন। এখন সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ এনডিএ-ই। কিন্তু রাজ্যসভা, এমনকী লোকসভাতেও তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।
লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভায় যখন সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছিল, তখন স্বয়ং প্রধানমন্ত্রীই বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বস্তরে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমার মনে হয়, সংসদে বেশি সময় নষ্ট না করে,বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। যৌথ সংসদীয় কমিটিতে সবকিছু নিয়ে আলোচনা হবে। যৌথ কমিটি রিপোর্টের ভিত্তিতে মন্ত্রিসভার যখন ফের পাঠাবে, তখন আবার আলোচনা তো হবেই’।
আরও পড়ুন: Viral Video: ঠিক যেন স্কুল! সরকারি অফিসে সমস্ত কর্মচারীদের ২০ মিনিটের জন্য ‘স্ট্যান্ড আপ’ শাস্তি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)