যেন ট্যাংরা! দেনার দায়ে ২ ছেলে-সহ জীবনে ইতি টানলেন ডাক্তার স্বামী-আইনজীবী স্ত্রী…| Doctor Dies By took extreme step With Wife and 2 Sons

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যাংরাকাণ্ড প্রকাশ্য়ে আসার পর শিউড়ে ওঠে গোটা বাংলা। এবার সেই ছায়াই পড়ল চেন্নাইয়ে। একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। জানা গিয়েছে,  ডাক্তার স্বামী, স্ত্রী আইনজীবী এবং দুই ছেলেকে চেন্নাইয়ের আন্না নগরে তাদের বাড়ি থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়। পুলিসের ধারণা, দেনার দায়ে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

মৃতদের মধ্যে ডঃ বালামুরুগান, একজন সোনোলজিস্ট, তার আইনজীবী স্ত্রী সুমথি। তাদের ছেলেদের মধ্যে একজন NEET পরীক্ষার্থী যশবন্ত কুমার এবং অন্য একজন একাদশ শ্রেণীর ছাত্র লিঙ্গেশ কুমার। বাড়ির দুটি ঘরে তাদেরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জানা গিয়েছে, ডঃ বালামুরুগান শহরে বেশ কয়েকটি আল্ট্রাসাউন্ড সেন্টার পরিচালনা করতেন। বিপুল পরিমাণে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার সকালে, ডঃ বালামুরুগানের ড্রাইভার তাদের বাড়িতে এসে পৌঁছায়। কেউ সাড়া না দেওয়ায় তার মনে সন্দেহ জাগে। তিনি পুলিসের দ্বারস্থ হয়। পুলিস সংবাদমাধ্যমে জানিয়েছে, তাদের সন্দেহ যে তারা সকলেই আত্মহত্যা করেছেন। তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। পুলিস তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত কারও কাছ থেকে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। মৃতদেহের কাছ থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি।

আরও পড়ুন:Murder over Mutton Curry: সামান্য মাটন রান্না করেনি! তাই স্ত্রীকে পিটিয়ে মেরেই ফেলল স্বামী…

উল্লেখ্য, কিছুদিন আগেই ডায়াল ১০০-য় ইমার্জেন্সি কল আসে পুলিসের কাছে। ফোন পেয়েই ছুটে যায় পুলিস। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘর থেকে স্বামী-স্ত্রী ও ২ সন্তান সহ ৪ জনের দেহ উদ্ধার করল পুলিস। ২ সন্তানের মধ্যে ছেলের বয়স ১০, ক্লাস ফাইভে পাঠরত ছিল সে। আর মেয়ে ১৩, ক্লাস নাইনের পড়ুয়া ছিল সে। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, দেনার দায়ে জর্জরিত হয়েই সন্তানদের খুন করে আত্মঘাতী হয়েছে দম্পতি।

হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হাবসিগুদা এলাকায় সোমবার রাতে। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে তেলেগুতে আত্মঘাতী, বছর ৪৪-এর চন্দ্রশেখর রেড্ডি লিখে গিয়েছেন, “নিজের জীবন শেষ করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কেরিয়ার নিয়ে স্ট্রাগল করে চলেছি। মানসিক ও শারীরিকভাবে আমি বিধ্বস্ত। আমি ডায়াবেটিস, নার্ভ, কিডনি সহ একাধিক রোগের শিকার।”

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link