মার্কিন মুলুকের গদিতে কে? ভোট গণনার আগেই চলে এল অব্যর্থ ভবিষ্যদ্বাণী…| Viral Hippo Moo Deng Predicts 2024 US Election Winner

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেসিডেন্ট ভোটের লড়াইয়ে আমেরিকায় তুঙ্গে উত্তেজনা। কার হাতে হবে দেশের ক্ষমতা? রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস? এনিয়ে সরগরম বিশ্ব-রাজনীতি। কোনও সংবাদমাধ্যম বলছে, এবারের ভোটে অনিশ্চিত প্রদেশগুলি থেকে এগিয়ে যেতে পারেন ট্রাম্প, আবার কোনও সংবাদ মাধ্যম জানাচ্ছে জনপ্রিয়তার নিরিখে ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিসই। 

ভোটের এই টানাপোড়েনের মধ্যে ভাইরাল এক ভবিষ্যদ্বাণী। তবে এই ভবিষ্যত্‍বক্তা কোনও মানুষ নন, সে এক জলহস্তি। ইতোমধ্যে ভবিষ্যদ্বাণীর সেই ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, থাইল্যান্ডের জলহস্তি শাবক মু ডেং মার্কিন মুলুকের ভোট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে। থাইল্যান্ডের খাই খেও চিড়িয়াখানায় মু ডেং-এর দিকে দুটি ফল এগিয়ে দেওয়া হয়েছিল। নজর ছিল, কার নাম লেখা তরমুজের প্রতি আগ্রহ প্রকাশ করে সে। দুটিতেই স্থানীয় ভাষায় লেখা ছিল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের নাম। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে মু ডেং দুটি তরমুজের মধ্যে ট্রাম্পের নাম লেখা তরমুজই বেছে নিয়েছে। তার মতে, এবার জিতে মার্কিন মুলুকের গদিতে ফের আসছেন ট্রাম্পই।

আরও পড়ুন:Sunita Williams | US Election 2024: মাসের পর মাস আটকে থাকলেও মহাকাশ থেকেই ভোট দিচ্ছেন সুনীতা উইলিয়ামস!

প্রসঙ্গত, মু ডেং জন্ম ২০২৪ সালেই। কৌতুকপূর্ণ আচরণের জন্য সে একজন সেলিব্রিটি এবং ইন্টারনেট সেনসেশন। একাধিক সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা। তাঁদের অনেকেই বিশ্বাস করেন, মু ডেং নাকি ভবিষ্যৎবাণী করতে পারে!

উল্লেখ্য, যদিও ২০২০ সালের প্রেসিডেন্ট ভোটে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কড়া টক্কর হয়েছিল। বয়স নিয়ে উদ্বেগের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ৫৯ বছর বয়সি কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য মুখিয়ে রয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন তিনি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link