জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে কম বেশি সব জায়গাতেই শোনা যায়। ইউটিউবে দৌলতে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভিডিও প্রায়শই চোখে পড়ে। কিন্তু অফিসের কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করছে তাও আবার অফিসের মধ্যেই এমন খুব একটা শোনা যায় না।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: জিভ কাটো লজ্জায়! নারী দিবসের অনুষ্ঠানে ডেকে থানাতেই যুবতীকে ধর্ষণ পুলিসের…
হ্যাঁ এ রকমই আশ্চর্য ঘটনা ঘটেছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে, কিছুদিন আগে যেখানে ভর্তি ছিলেন অভিনেতা সইফ আলি খান। অভিনেতার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এমন কোনও তথ্য পাওয়া যায়নি এখনও, কিন্তু লীলাবতী হাসপাতালের ট্রাস্টি বোর্ড এ বিষয়ে পুরোপুরি জড়িত এমন অভিযোগ শোনা যাচ্ছে। লীলাবতী হাসপাতালের পুরনো ট্রাস্টি বোর্ডের সদস্যরা, নতুন ট্রাস্টি বোর্ডের সদস্যদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে বলে অভিযোগ জমা পড়েছে মুম্বই পুলিশের কাছে।
ট্রাস্টি প্রশান্ত মেহতা দাবি করেছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর পরমবীর সিং জানিয়েছেন, বর্তমান ট্রাস্টি- প্রশান্ত মেহতার অফিস রুমের ভেতর এই ব্ল্যাকম্যাজিক করা হয়েছে।
আটটি ছোট মাটির কলসি, মানুষের মাথার চুল, কিছু কঙ্কালের হাড়গোড় এবং কিছু চাল পাওয়া গেছে হসপিটালে প্রশান্ত মেহতার ঘরে।
ডিরেক্টর পরমবীর সিং পুলিশকে জানিয়েছেন, এই ঘটনা উদঘাটন করার সময় পুরো ব্যাপারটা তাঁরা ভিডিওগ্রাফি করেছেন। মাটি খোঁড়া থেকে শুরু করে মাটির নিচ থেকে পাওয়া আটটা মাটির কলসি, ব্ল্যাক ম্যাজিকের ব্যবহৃত কালো চাল সবটাই পাওয়া গেছে প্রশান্তের রুমের মেঝে খোঁড়ার পরে। আর পুরো ব্যাপারটাই ক্যামেরাবন্দী করা হয়েছে।
বান্দ্রা পুলিশের কাছে এই পুরো বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা আইনত দণ্ডনীয় অপরাধ মহারাষ্ট্র আইনে। আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)