জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) দেখা যাবে আর কয়েকদিন পরে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণও (Solar Eclipse) দেখা যাবে কয়েকদিন পরে। এর সঙ্গে রয়েছে নর্দার্ন লাইটস (Northern Lights)। সব মিলিয়ে এই মার্চ একেবারে যেন আকাশোৎসবের মাস।
আরও পড়ুন: Most Polluted Cities: বিশ্বের ‘মোস্ট পলিউটেড’ শহরের কালো তালিকায় আনলাকি 13 নিয়ে ‘উজ্জ্বল’ ভারত! শীর্ষে দিল্লি, আর কলকাতা?
আগামী ১৪ মার্চ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণও এটি। প্রসঙ্গত, এদিনই আবার দোলও। এর কয়েকদিন পরে আগামী ২৯ মার্চ হবে সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণটি হবে আংশিক। এর ফলে সূর্যের শুধুমাত্র একটি অংশ ঢাকা পড়বে। মার্চে আকাশে ঠিকরে পড়বে নর্দার্ন লাইটও।
প্রসঙ্গত এ বছর দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার প্রথমটি আগামী ১৪ মার্চ। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর। এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকা থেকে।
আগামী ১৪ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে। দুপুর ১২টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ হবে ১২টা ৫৯ মিনিট ৫৪ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৩১ মিনিট ৫৪ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে বিকেল ৪টা ১ মিনিট ৪৮ সেকেন্ডে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এর পরে ঘটবে সূর্যগ্রহণ। প্রথমটি ২৯ মার্চে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ২১ সেপ্টেম্বরে। সূর্যগ্রহণ কখন কীভাবে ঘটে? মহাজাগতিক এই ঘটনাটি ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে। ফলে সূর্যের আলো চাঁদে আটকে যায় এবং পৃথিবীপৃষ্ঠে চাঁদের ছায়া পড়ে।
আগামী ২৯ মার্চ ঠিক এই ব্যাপারটিই ঘটবে। ওই দিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে সূর্যগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যায় ৬টা ১৩ মিনিট পর্যন্ত। অন্তত চার ঘণ্টা এর স্থায়িত্বকাল। বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলবে। তবে জেনে রাখা ভালো ভারত থেকে এর দেখা মিলবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে।
চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয়। এর ফলে চোখের ক্ষতি হতে পারে। এজন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় চোখে কোনও একটা সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
এবার রইল নর্দার্ন লাইটের প্রসঙ্গ। চলতি মাসটি আকাশে এই উত্তুরে আলো দেখার জন্য় সেরা মাস। কী এটি? একটা জ্যোতিপ্রভা। আলোর দীপ্তি। এই মার্চে কয়েক সপ্তাহ ধরে সূর্যাস্তের পরে আকাশে দেখা যাবে মন ভালো করা আশ্চর্য এই আলোর উদ্ভাস।
আরও পড়ুন: Agitation in Marriage House: কনের বাড়িতে তাণ্ডব বরযাত্রীদের! শেষে বাড়ির ভেতর থেকে টেনে এনে কুপিয়ে ‘খুন’ করা হল…ভয়াবহ!
কেন দেখা যাবে? আগামী ২০ মার্চ আসলে মহাবিষুব (vernal equinox)। ওইদিন পৃথিবীর অক্ষদণ্ড সৌরবাতাসের স্তরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে অবস্থান করবে। এর জেরেই পৃথিবীর আকাশে ছড়িয়ে পড়বে এই অপার্থিব আলো। না, এই উত্তুরে আলো ভারত থেকে খুব ভালো দেখা যাবে না। এটি সব চেয়ে ভালো দেখা যাবে আমেরিকা, কানাডা এবং আর্কটিক অঞ্চল বা তার সন্নিহিত এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)