প্রবীর চক্রবর্তী: নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে! মণিপুরে ভাইরাল ভিডিয়োকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, মামলার শুনানি যাতে মণিপুরের বাইরে কোথাও হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Narendra Modi vs INDIA: ইন্ডিয়া জোটে ফের সন্ত্রাসের ছায়া দেখছেন মোদী
গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? বিড়ম্বনায় মোদী সরকার। সংসদের এখন বর্ষাকালীন অধিবেশব চলছে। প্রথম দিনেই মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীদের ইন্ডিয়া জোট। সংসদীয় রীতি অনুযায়ী, ৫০ জন সাংসদ একসঙ্গে অনাস্থা প্রস্তাব আনলে, তা মানতে বাধ্য লোকসভা স্পিকার। ফলে সেই অনাস্তা প্রস্তাব গৃহীত হয়েছে।
এদিকে স্রেফ বিবস্ত্র করে হাঁটানো নয়, রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই আদিবাসী মহিলাকে গণধর্ষণেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কীভাবে এমন নারকীয়? তদন্তভার দেওয়া হল সিবিআইকে।
সূত্রের খবর, ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োটি মোবাইলে রেকর্ড করা হয় ৪ মে। আর তার ঠিক একদিন আগেই গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে মণিপুরে। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত-সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। যে মোবাইলে ভিডিয়োটি রেকর্ড করা হয়, বাজেয়াপ্ত করা হয়েছে সেই মোবাইলটিও।
আরও পড়ুন: Birth Certificate: চলে এল বার্থ সার্টিফিকেট নিয়ে বড় আপডেট, জেনে নিন নিয়মের জরুরি বদল…