ভাগ্যের কী পরিহাস! মৃত স্ত্রীকে নিয়ে ফেরার সময় পথদুর্ঘটনায় স্বামীরও মর্মান্তিক মৃত্যু…| The husband also died in a road accident while returning with his wifes dead body

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাগ্যের খেলা হয়তো একেই বলে! হাসপাতাল থেকে স্ত্রীর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন স্বামী ফরিদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এসে চাকা ফেটে গেলে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান ফরিদুলও। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল ইসলামের (৩৪) বাড়ি পাবনা সদরের রাজাপুরে, তবে ঢাকায় থাকতেন। তাঁর শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা-পুলিস জানায়, বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মৃতদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলাম-সহ কয়েকজন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্স ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন পরিবর্তন করে ঢাকামুখী লেনে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল।

আরও পড়ুন:Bangladesh: হাতে মাত্র ৩ দিন, হাইকোর্টের নির্দেশ বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা

এ সময় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিস মরদেহ উদ্ধার করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, ‘সুলতানার বাবার বাড়িতে মৃতদেহ কবর দেওয়ার জন্য মানিকগঞ্জ জেলার ধানকোড়া গ্রামে আনার সময় বালিথা এলাকায় তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সুলতানার স্বামীও নিহত হন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মৃতদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link