জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বর্ষণের কবলে গোটা উত্তরভারত। দিল্লি থেকে পঞ্জাব বৃষ্টি, বর্ষণ ও ধসে বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের হড়পা বানে, ধসে ধুয়ে গিয়েছে বহু জায়গা। রবিবার সেখানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে ঘরবাড়ি এমনকি গোটা রাস্তা। ভয় পাইয়ে দেওয়ার মতো সেইসব ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-রাজ্যসভায় ফিরছেন ডেরেক-দোলা-সুখেন্দু, সুস্মিতা-শান্তার বদলে কোন নামে সিলমোহর মমতার?
মান্ডির একটি ভিডিয়ো সামনে এসেছে। সংবাদসংস্থা এএনআইয়ের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়িঘরের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তার দুধারে রয়েছে দোকান, রেস্টুরেন্ট। সেই গোটা রাস্তাটা ভেসে যাচ্ছে হড়পা বানে। শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের চিত্কার। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের ৭৬৫টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে চণ্ডীগড়-মান্ডি জাতীয় সড়কও। পর্যটক-সহ বহু মানুষ আটকে পড়েছেন লাহুল,স্ফীতি, সোলান ভ্যালি সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। গত ৪৮ ঘণ্টায় রাজ্যে ২০টি বড় ধস ও ১৭টি হড়পা বানের ঘটনার খবর পাওয়া গিয়েছে। তিরিশটি বড় বাড়ি ভেঙে পড়েছে। রাভী, বিয়াস, সাটলেজ, সোয়ান, চেনাব-সহ রাজ্যের অধিকাংশ নদী ফুঁসছে।
রাজ্য সরকারের জেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বন্যা ও ধসে। সবেমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৪। মান্ডি, সোলান, লাহুল-সহ বিভিন্ন জায়গায় যানবাহনকে মোচার খোলার মতো ভেসে যেতে দেখা গিয়েছে। বাড়ি ঘর ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। বহু জায়াগায় রাস্তা ভেসে না গেলেও সেখানে জমে গিয়েছে বিপুল কাদার স্রোত। মন্দির, সরকারি ভবন-সহ বহু বাড়ি জলের তলায়।
#WATCH | Mandi, Himachal Pradesh | Cloud burst in Thunag causes flash floods.
(Visuals – viral video confirmed by Police) pic.twitter.com/Og9Wm5Rjd2
— ANI (@ANI) July 10, 2023
রাজ্যের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী ২ দিন স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উনায় অধিকাংশ ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে, মানালিতে বহু জায়গাটয় দোকান বাজারের কোনও অস্তিত্বই নেই। কুলুর কয়েকটি জায়গায় বহু গাড়ি ভেসে গিয়েছে। কুলু, কিন্নুর, চাম্বা জেলার অধিকাংশ অংশ চাষের জমি ভেসে গিয়েছে। সিমলায় ভুমি ধসে একটি বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন একই পরিবারের ৩ জন।