জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর প্রদেশের ২২টি জেলায় গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটারের কিছু বেশি বৃষ্টি হওয়ায় সেখানে ঘটে গেল সাঙ্ঘাতিক দুর্যোগ। ১৯ জনের মৃত্যু ঘটল। স্টেট রিলিফ কমিশনারের অফিস থেকে এই খবর জানানো হয়েছে।
আরও পড়ুন: G20 Summit India| Global Biofuels Alliance: সবুজ পৃথিবীর লক্ষ্যে? জি২০-তে মোদীর নেতৃত্বে তৈরি ‘বিশ্ব জৈব জ্বালানি জোট’…
বষ্টিতে আগাগোড়া বিপর্যস্ত উত্তর প্রদেশ। স্কুল-কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বিপর্যস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে মোরাদাবাদ, সম্ভল, কনৌজ, রামপুর, হাতরাস, বারবাঁকি, কাসগঞ্জের মতো এলাকাগুলি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত কারণে যে-বিপর্যয় ঘটেছে উত্তর প্রদেশ জুড়ে তার জেরে সেখানে মৃত্যু হয়েছে ১৯ জনের।
এই ১৯ জনের মধ্যে ৪ জন মারা গিয়েছেন হারদোইতে, ৩ জন বারবাঁকিতে, প্রতাপগড় ও কনৌজে মারা গিয়েছেন দুজন করে। এছাড়াও অন্ততপক্ষে ১ জন করে মারা গিয়েছেন অমেঠি, দেওরিয়া, জালাউন, কানপুর, উন্নাও, সম্ভল, রামপুর এবং মুজফফরনগর।
আরও পড়ুন: G20 Summit: পরবর্তী সম্মেলন কোথায়? কার হাতে জি২০-র সভাপতিত্ব তুলে দিলেন মোদী?
রবিবার থেকেই উত্তর প্রদেশ বৃষ্টিবিঘ্নিত। এর আগেও বর্ষার প্রথম দিকে গোটা উত্তর ভারতই বৃষ্টিতে বন্যায় চরম ভাবে বিপর্যস্ত হয়েছিল। তখনও উত্তর প্রদেশে বিপুল বৃষ্টি হলেও দুর্যোগ এতখানি মর্মান্তিক আকার ধারণ করেনি।