বাসের উপর উঠে পড়ল ট্রাক! ভয়ংকর পথদুর্ঘটনায় মৃত ৪৮, দুমড়ে-মুচড়ে পড়ে আছে বাস-বাইক…many killed in road accident in western Kenya local broadcasters showed twisted wreckages of cars and motorbikes alongside damaged minibuses and trucks

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে নানা জায়গায় পথদুর্ঘটনার নানা ঘটনা ক্রমশ আতঙ্কিত করে তুলছে মানুষকে। কদিন আগেই ভারতে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিনশো মানুষের মৃত্যু। এবার কেনিয়ায় ঘটল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে কেনিয়ার ব্যস্ততম এক বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়, চাপা পড়েন বেশ কয়েকজন পথচারী।

আরও পড়ুন: France: পুড়ছে হাজার-হাজার বাড়ি-গাড়ি, ৪৫ হাজার পুলিস রাস্তায়, গ্রেফতার ১০০০! দাউ দাউ জ্বলছে সারা দেশ…

স্থানীয় পুলিস কমান্ডার জানান, কেরিচো-নাকুরু মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু-একজন ট্রাকটির নীচে এখনও আটকে পড়ে আছেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। তিনি বলেন, তাঁরা সন্দেহ করছেন, কেরিচোঅভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং ওই স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদেরও চাপা দেয়।

আরও পড়ুন: ভারতের লঙ্কায় ভয়ংকর ঝাল লেগে গেল বাংলাদেশের! কীভাবে?

স্থানীয় টেলিভিশনগুলির সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি শুধু দেখা গিয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, আমি মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ এক মুহূর্ত। প্রিয়জন-হারানো পরিবারগুলিকে আমি সমবেদনা জানাচ্ছি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link