বালোচ হানায় ভেঙে চুরমার পাক আর্মি পোস্ট! উড়ে গেল গ্যাস পাইপলাইন…| BLA has launched a major attack on Pakistani army posts in Balochistan Pakistan while also blowing up a gas pipeline

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ঘের(India Pakistan War) মাঝে, বালোচিস্তান লিবারেশন আর্মি (Baloch Liberation Army) জানিয়েছে তাদের বাহিনী কোয়েটার (Quetta) দখল করেছে। BLA-র দাবি, পাকিস্তানি সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে এবং শহরের কিছু অংশে কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর কাছে, যেমন ফ্রন্টিয়ার কর্পস সদরদফতর, বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গিয়েছে।

BLA-র এই আক্রমণ পাকিস্তানের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। পশ্চিম সীমান্তে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছে। পূর্ব সীমান্তে, ভারতীয় বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) চাপ বজায় রেখেছে, এবং ভারতীয় নৌবাহিনী আরব সাগরে তার উপস্থিতি আরও শক্তিশালী করছে। বালোচিস্তানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার পর, পাকিস্তানি সেনাবাহিনী এখন সব দিক থেকেই ঘেরাও হয়ে পড়েছে।

আরও পড়ুন:India Pakistan War: ‘আমার কেন মাথা গলাব?’, বলছে আমেরিকা… শয়তান পাকিস্তান গেল…

বালোচিস্তানে ভয়াবহ আক্রমণ
কোয়েটায় BLA-র আক্রমণের পর মঙ্গলবার বোলান এবং কেচ জেলায় দুটি মারাত্মক আইইডি হামলার দায় স্বীকার করে। এই হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। বিএলএ-এর মুখপাত্র জিয়ান্দ বালুচ এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে, তাদের অপারেশন সশস্ত্র বাহিনীর এলাকা দখলের বিরুদ্ধে সীমান্ত রক্ষার লড়াই।

তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে বিদেশী শক্তির, বিশেষ করে চিনের স্বার্থ রক্ষার জন্য কাজ করার জন্য সমালোচনা করেছেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার বদলে। তিনি আরও সতর্ক করে বলেন যে, এটা কোনও জাতীয় সেনাবাহিনী নয়, এটা একটি বাণিজ্যিক সেনাবাহিনী। যার জন্য আগামী দিনগুলিতে আক্রমণগুলির তীব্রতা আরও বাড়বে।

আরও পড়ুন:India Pakistan Tension: পাকিস্তানের পাশে ২ মুসলিম দেশ-সহ মোট তিন! আর ভারতের পাশে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Source link