বাড়িতেই মাদকের বাগান! ঘর থেকে পুলিস তুলে নিয়ে গেল দম্পতিকে…| Bengaluru couple grows weed as home decor on balcony police arrested

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগান করার শখ কম-বেশি অনেকেরই থাকে। তা বলে, বাড়িতে ঘর সাজানোর গাছ লাগাতে গিয়ে চরম বিপাকে পড়লেন দম্পতি। জানা গিয়েছে, বাড়ির বারান্দা সাজানোর বিভিন্ন গাছ লাগিয়েছিলেন বেঙ্গালুরুর এক দম্পতি। সেই গাছের মধ্যে গাঁজা গাছও। পুলিস সূত্রে জানা গিয়েছে, সাগর গুরুং(৩৭) এবং তাঁর স্ত্রী উর্মিলা কুমারী (৩৮) সিকিমের বাসিন্দা। বেঙ্গালুরুতে তাঁরা তাঁদের  ব্লিডিংয়ের নিচে একটি ফাস্ট ফুড জয়েন্ট চালান। ঘর সাজানোর গাছ ভেবে তাঁরা বারান্দার গাঁজা গাছ লাগান।

উর্মিলা গাঁজা-সহ বাড়ির সমস্ত গাছ দেখানোর জন্য একটি ভিডিয়ো করে ফেসবুকে পোস্ট করেন। সেটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর অনুগামীরা গাঁজা গাছটিকে লক্ষ্য করে এবং পুলিসকে সতর্ক করে। এমনকি তারা বিষয়টি নিয়ে পুলিসকে তদন্ত করার অনুরোধ করে।

পুলিস তদন্ত নেমে উর্মিলার বাড়ি এসে পৌঁছায়। এবং তাঁকে সতর্ক করে বলেন যে ওই গাছগুলি যাতে ডাস্টবিনে ফেলে দেয়। তারপরেও, পুলিস তাদের বাড়ি থেকে গাঁজা গাছ খুঁজে পায়। জিজ্ঞাসাবাদের পর দম্পতি জানায় যে, গাছগুলিকে বড় করে তারা বিক্রি করার উদ্দেশ্য ছিলেন। পুলিস আরও জানিয়েছে, তাদের বাড়ি থেকে ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দম্পতি মাদক পাচারকাণ্ডে জড়িত কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিস তাদের দুজনের ফোন বাজেয়াপ্ত করেছে। 

অন্যদিকে, উর্মিলা ভিডিয়োটি পোস্ট করার বিষয়টি অস্বীকার করেছিলেন। কিন্তু পুলিস অফিসাররা তদন্তে বের করে যে ভিডিয়োটি উর্মিলার অ্যাকাউন্ট থেকে ১৮ অক্টোবর পোস্ট করা হয়। হেফাজতে নেওয়ার পর ওই দম্পতি জামিনে মুক্তি পান। ইতোমধ্যেই পুলিস তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে মামলা করেছে।

আরও পড়ুন:Aligarh Muslim University: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে দেওয়া হল সংখ্যালঘু তকমা? কী জানাল সুপ্রিমকোর্ট…

উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB) নারকোটিক্স কন্ট্রোল ইউনিট বিদেশী পোস্ট অফিসে অভিযান চালায়। সেখান থেকে প্রায় উনিশ শো কোটি টাকার মাদক উদ্ধার করেছে। কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতায় সিসিবি টিম মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, থাইল্যান্ড এবং নেদারল্যান্ডস সহ দেশগুলি থেকে পাচার করা বিভিন্ন অবৈধ পদার্থ-সহ ৬০৬টি পার্সেল উন্মোচন করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link