‘বাড়াল ৮০০, কমাল ২০০’, কেন্দ্রকে কটাক্ষ মমতার Mamata Banerjee attack centre even after LPG Price decreases

সুতপা সেন:  রান্নার গ্যাসের দাম কমেছে । কত? সিলিন্ডার প্রতি ২০০ টাকা। ‘এই গ্যাসের যদি ৯০০ হয়, তাহলে কী করে পরিবার চলবে’? এবার প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Delhi Shoot Out: গলির মধ্যে ঘিরে ধরে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু অ্যামাজনের সিনিয়র ম্যানেজারের

লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল, মঙ্গলবার  মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। কেন এমন সিদ্ধান্ত? কেন্দ্রের দাবি, রাখি ও ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। যদিও তা মানতে নারাজ তৃণমূলনেত্রী।

 

এদিকে, পটনা, বেঙ্গালুরু পর এবার মুম্বই। ফের বৈঠক I.N.D.I.A জোটের। এদিন মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় যান মমতা। কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ-জয়া। তিনি বলেন, ‘বাড়িয়েছিল কত! বাড়াল ৮০০, কমাল ২০০। কোনও দোকানে গেলে, প্রথম বলবে এটার দাম এত! তারপর লোকে বলে ১০০ টাকা কম কর, ৫০ টাকা কম কর, তাহলে ২৫ টাকা কম করে। এই গ্যাসের যদি ৯০০ হয়, তাহলে কী করে পরিবার চলবে? দেশে অনেক গরীর পরিবারও আছে’।

আগামিকাল, ৩১ অগাস্ট শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রে যোগ দেবেন মমতা। পরের দিন, ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। তৃণমূলনেত্রী বলেন, ‘ইন্ডিয়া নিয়ে যা আলোচনা হবে, বৈঠকেই হবে। আমি এখন কিছু জানি না। মিটিংয়ে গিয়ে জানতে পারব। আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই’। রাখি উপলক্ষ্যে শুভেচ্ছা জানান ইসরোর বিজ্ঞানীদের।

আরও পড়ুন: Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর, কুকি-মেইতেই গুলির লড়াইয়ে হত ২

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link