‘বাংলাদেশে ক্যানসারের মতো রূপ ধারণ করেছে’, মৌলবাদীদের টার্গেট ইসকন? Extremist targets ISCON in Bangladesh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  একেবারেই প্রকাশ্যে গণহত্যার হুমকি! বাংলাদেশে মৌলবাদীদের টার্গেট কি ইসকন? চাঞ্চল্যকর ভিডিয়ো পোস্ট করলেন কলকাতার ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। তাঁর আশঙ্কা, ‘এইরকম যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ পুলিস আর সেনাও যদি মনে করে সংখ্যালঘুদের সুরক্ষা দেব,  ওটা অসম্ভব হয়ে যাবে। কারণ, লক্ষ লক্ষ মানুষের যখন এভাবে মগজধোলাই হয়, আক্রমণ করতে আসবে ইসকনকে, কাটতে আসবে যেরকম এরা বলছে তাহলে কেউ রক্ষা করতে পারবে না’।

আরও পড়ুন:  Bangladesh: ভারতের আশ্রয়ে থেকে বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন হাসিনা, ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রতিবাদ বিএনপির

ঘটনাটি ঠিক কী? পদ্মপাড়ে অশান্তি। ওপার বাংলার আক্রান্ত ‘সংখ্যালঘু’রা। বিপদে ইসকন! রাধারমণের পোস্ট করা ভিডিয়ো দেখা যাচ্ছে, ‘বাংলাদেশে এক মৌলবী বলছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বাংলাদেশ সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে  এরা ক্যানসারের মতো রূপ ধারণ করেছে। ক্যানসারের একটাই অ্যানসার, এটা উপড়ে ফেলতে হবে’। সঙ্গে বার্তা,  ‘ইসকনকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশের এদের যেখানে আস্তানা রয়েছে, ভেঙে গুড়িয়ে দিতে হবে। যাঁরা এদের দোসর হবে, যাঁরা এদের রক্ষক হবে, যাঁরা এদের ভক্ত হবে, তাঁদেরকেও চিরতরে মুছে দিতে হবে’।

আরও একটি ভিডিয়ো আরও বিস্ফোরক। সেখানে দেখা যাচ্ছে, এক মৌলবী বলছেন ইসকনকে যদি বাংলাদেশে আগামী দু’একদিনের মধ্যে নিষিদ্ধ করা না হয়,  ইসকন আমাদের টার্গেট করে রেখেছে, আমরাও ইসকনকে টার্গেট করে দেখে নেব। ক্লিয়ার, সাফ’!!

 

কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস বলেন, ‘কালকে আমাকে দুটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে বাংলাদেশ থেকে। ওখানকার ভক্তরা এটা দেখে খুব চিন্তিত আছে। যদি এইরকম বার্তা মৌলবাদী দিতে থাকে,  তাহলে খুব বিপজ্জনক হয়ে যাবে। প্রথম ভিডিয়ো দেখতে পাচ্ছেন, মৌলানা বলছেন  আমি ফ্লাইট করে গোটা বাংলাদেশে ঘুরছি, আর আপনাদের এটাই বলতে এসেছি ইসকন একটা ক্যানসার, সময় এসে গিয়েছে কেটে ফেলে দেওয়ার। আর একটি ভিডিয়ো আছে, ওখানে রফিকুল ইসলাম, ওখানকার খুব বিখ্যাত মৌলানা আছেন। ওনার লক্ষ লক্ষ ভক্ত আছে সোশ্যাল মিডিয়াতে। ওরা দু’জন যখন বার্তা দিচ্ছে,  হাজার হাজার মানুষ সামনে বসে শুনছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে লক্ষ লক্ষ মানুষ ওদের বার্তা শুনছে’।

আরও পড়ুন:  Bangladesh: ‘৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব’, ঢাকার মিছিল থেকে হুংকার বাংলাদেশের সেনাকর্তার

রাধারমণের আরও বক্তব্য, ‘ব্রিটেনে সংসদের ৩ জন সাংসদ উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকাও গত ৩-৪ দিনে অনেক বার্তা দিয়েছে। গোটা বিশ্ব দেখছে, কথাও বলছে। রামকৃষ্ণ মিশন বাংলাদেশের যে শাখা আছে, ওরা চিঠি লিখেছে, চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হোক। কিন্তু যারা কাজ করবে, তারা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমাদের করজোর অনুরোধ, যাঁরা সংখ্যালঘু আছে, তাঁরাও দেশভক্ত। ওখানকার নাগরিক। ওরা তো এটাই চাইছে যে, ওদের সুরক্ষা দেওয়া হোক। যেখানে আক্রমণ হচ্ছে, থামানো হোক। সবচেয়ে বড় কথা, এভাবে যে মৌলবাদীরা ঘুরে ঘুরে সোশ্যাল মিডিয়ার এইরকম বার্তা দিচ্ছে, ওদেরকে গ্রেফতার করলে, অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

Source link