সেলিম রেজা, ঢাকা: ইলিশ শিকার করতে গিয়ে বিপাকে ৩১ জন ভারতীয় মত্স্যজীবী। অবৈধভাবে বাংলাদেশে জলসীমার প্রবেশের অভিযোগে তাঁদের আটক করল সেদেশের নৌবাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে ৫ টন ইংলিশ-সহ ২ ট্রলারও।
আরও পড়ুন: Joy Bangla: হচ্ছেটা কী! বদলের বাংলায় এবার ‘জয় বাংলা’ বললেই কানের গোড়ায়…
বাংলাদেশ নৌবাহিনীর শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম জানিয়েছেন. কুয়াকাটা লাগোয়া বঙ্গোপসাগরে রুটিন অভিযানের সময়ে আটক করা হয় ভারতীয় মত্স্যজীবীদের। ধৃতেরা সকলেই ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তাঁদের স্থানীয় কলাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানিয়েছেন, কলাপাড়া থানায় মামলা করেছে বাংলাদেশ নৌবাহিনী। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যে ইলিশ মাছ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি আদালতের নির্দেশে স্থানীয় দুঃস্থ, অনাথ আশ্রম ও বিভিন্ন লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশে ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু স্থানীয় জেলে মাছ না ধরলেও, ভারতীয় মত্স্যজীবীর বাংলাদেশে জলসীমা ঢুকে অবাধে ইলিশ শিকার করছে বলে অভিযোগ। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ অঞ্চল ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে দুটি ট্রলারসহ ভারতীয় ৩১ জেলেকে আটক করা হয়েছে’।
আরও পড়ুন: Old Love Letter: ‘প্রিয়তম, আমি পারিনি’, একটা জীর্ণ পোস্টকার্ড ঠিকানায় পৌঁছল ১২১ বছর পর…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)