বদলের বাংলাদেশে ফের কলেজে ‘হামলা’, নিহত ৩ পড়ুয়া! Attack in a college again in Bangladesh

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে ফের কলেজে হামলা। এবার প্রাণ গেল ৩ পড়ুয়া! ঢাকার  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) রীতিমতো তাণ্ডব চালালেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের পড়ুয়ারা। স্রেফ ভাঙচুরই নয়, কলেজে  বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম চম্পট দিলেন হামলাকারীরা। কলেজ কর্তৃপক্ষের দাবি, হামলায় নিহত হয়েছেন ৩ পড়ুয়া। পুলিসের তরফে অবশ্য় অবশ্য এখনও তা নিশ্চিত করা হয়নি। 

আরও পড়ুন:  Bangladesh: জ্বলছে বদলের বাংলাদেশ! পড়ুয়া সংঘর্ষে রণক্ষেত্র রাতের ঢাকা…

ঘড়িতে তখন ১টা। আজ, সোমবার দুপুরে ঢাকা শহরে জমায়েত করেন  শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েক হাজার পড়ুয়া। এরপর  যাত্রাবাড়ী এলাকায়  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান তাঁরা। সংঘর্ষে আহত হন দু’পক্ষেরই বহু পড়ুয়া। এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা যখন হামলাকারীদের ধাওয়া করেন, তখন রণক্ষত্রের চেহারা নেয়   ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকা।

এর আগে,  ‘মেগা মানডে’ ঘোষণা করে  ঢাকার কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হন এই দুই কলেজের কয়েক হাজার পড়ুয়া। পাল্টা রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করেন  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পড়ুয়ারাও। কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর বলেন, ‘সোমবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিনজন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারান এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি’।

এদিকে গতকাল রবিবার  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঢাকার ৩৫টি কলেজের ছাত্ররা একযোগে হামলা চালিয়েছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা চলছিল। রেহাই পাননি পরীক্ষার্থীরাও। পরীক্ষা পণ্ড হয়ে যায়। রাতে ঢাকার সেন্ট গ্রেগরি কলেজে হামলা চালান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ ছাত্ররা।

আরও পড়ুন:  Viral News: অফিসে কাজ করতে করতে ঘুমিয়েই লাভ ৪০ লক্ষ টাকা! বিশ্বাস হচ্ছে না তো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Source link