বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আর বাংলাদেশের ‘জাতির পিতা’ নন? বোমা ফাটাল অন্তর্বর্তী সরকার…।interim government of Bangladesh does not consider Bangabandhu Sheikh Mujibur Rahman to be the father of the nation

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এরকম একটা হাওয়া ছিলই! এবার বোধ হয় সেটা সত্য হল! জানা গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর জাতির পিতা মনে করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। না, কোনও কানাঘুষো এরকম শোনা যাচ্ছে, তা নয়। এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মহম্মদ নাহিদ ইসলাম স্বয়ং। আজ, বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: Kojagari Laxmi Puja: এই কয়েকটি রাশি মা লক্ষ্মীর অতি প্রিয়! কোজাগরী লক্ষ্মীপুজোয় এঁরা সমৃদ্ধির চূড়ান্তে পৌঁছবেন…

বঙ্গবন্ধুকে আপনারা জাতির পিতা মনে করেন কি না– সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামি লিগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।’ নাহিদ বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাইছি। ফলে ইতিহাসকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের তরফে বলা হয়– ‘আপনারা যদি আওয়ামি লিগের করা সব কিছু মনে করেন জাতীয়, তা হলে আমরা বলব সেই ধারণাটা ঠিক নয়। সরকারের এক উপদেষ্টা বলেন, ভোটবিহীন সরকারের কোনো বৈধতা নেই। সে সময়ে অনেক কিছু করা হয়েছে। এবার সবগুলি পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে।’

আরও পড়ুন: Kojagari Lakshmi Puja: ভয়ংকর! ভূতের ভয়ে সারাবছর জনশূন্য থাকে গ্রাম, শুধু লক্ষ্মীপুজোর দিনই সেখানে…

তখনই ‘ফাদার অফ নেশন’ ইস্যুটি ওঠে। বঙ্গবন্ধুকে তাঁরা জাতির পিতা মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই নয়!’ নাহিদ ইসলাম যোগ করেন, ‘আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল ৫২-তেই শুরু হয়নি। আমাদের ব্রিটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন। তাঁদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link